চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি সুতা তৈরির কারখানার সাড়ে ৮ শত শ্রমিক-কর্মচারীর বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ না করে মালিকপক্ষ গোপনে বন্ধ করতে উদ্যোগ নিলে এর প্রতিবাদে সারাদিন বিক্ষোভ সমাবেশ করে শ্রমিক-কর্মচারীরা। সমাবেশ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিক কর্মচারীরা।
শনিবার ১১ অক্টোবর সারাদিন কারখানার সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে সন্ধ্যায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কে ঢাকা ও চট্টগ্রাম অভিমুখে অন্তত ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এই সময় চরম দুর্ভোগে পড়েন মহাসড়কের যাত্রীরা।
শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার পূর্বদিকে অবস্থিত মারস টেক্সটাইল নামক একটি সুতা তৈরির কারখানার প্রায় সাড়ে ৮ শত শ্রমিক-কর্মচারী কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এসব শ্রমিকরা গত কয়েক মাস ধরে নিয়মিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা না পেয়ে মানবেতন জীবনযাপন করছিলেন এবং মালিক পক্ষ থেকেও তাদেরকে আশ্বাস দেয়া হচ্ছিল শীঘ্রই তাদের পাওনা পরিশোধ করবেন। এরই মধ্যে গত বৃহস্পতিবার শ্রমিকরা দেখতে পান অজ্ঞাত কারণে সুতা তৈরির এ কারখানা থেকে বিভিন্ন যন্ত্রাংশ, সুতাসহ অন্যান্য মালামাল অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। এতে তাদের সন্দেহ দেখা দিলে কোম্পানীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেও কোন সদুত্তর পাচ্ছিলেন না তারা। তাদের এমন আচরণ সন্দেহ হলে শনিবার সকাল থেকে শ্রমিকরা তাদের পাওনা পরিশোধের দাবি নিয়ে কারখানার সামনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করতে থাকেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদক, চট্টগ্রাম জেলার লেবার কোর্টের সদস্য কমরেড মশিউরদৌলা, সদস্য মাহবুবুল হক চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ফৌজদারহাট- বাড়বকুণ্ড শিল্প জোনের সহ-সভাপতি কমরেড এড. জহির উদ্দিন মাহমুদসহ শ্রমিক নেতারা।
অন্যদিকে সারাদিন কারখানার সামনে আন্দোলন করেও কোন ফলাফল না পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে শ্রমিকরা বারআউলিয়া এলাকায় মহাসড়কে জড়ো হয়ে চারলেনের উভয় দিকে মহাসড়ক অবরোধ করেন। শত শত শ্রমিকের এই অবরোধের ফলে হাজারো যানবাহন আটকে পড়ে ঢাকা ও চট্টগ্রাম অভিমুখে। তারা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দীর্ঘ এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখায় মহাসড়কের দক্ষিণে সিটি গেইট থেকে উত্তরে বাড়বকুণ্ড পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
সীতাকুণ্ডের বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল মোমেন জানান, হটাৎ মারস টেক্সটাইল নামক কারখানার শ্রমিকরা বারআউলিয়া এলাকায় মহাসড়কে উঠে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে ঢাকা ও চট্টগ্রাম উভয় দিকে যানজট সৃষ্টি হয়। পরে তারা সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। উভয় দিকে যান চলাচল বন্ধ থাকার কারণে চরম দুর্ভোগে পড়েন মহাসড়কের যাত্রীরা।
খালেদ / পোস্টকার্ড ;
বিশেষ প্রতিবেদক ।। 














