Dhaka ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই :সীতাকুণ্ডে আনোয়ার ছিদ্দিক

পিআর ছাড়া নির্বাচন নয় এই স্লোগান, অন্যদিকে নির্বাচনী প্রস্তুতিতে মাঠে পুরোদমে সক্রিয় জামায়াতে ইসলামী। সারা দেশের মতো সীতাকুণ্ডেও দেখা গেল একই চিত্র। কেন্দ্র ঘোষিত জুলাই সনদ বাস্তবায়ন ও পিআরসহ ৫ দফা দাবিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশটি রীতিমতো এক বিশাল নির্বাচনী মহড়ায় রূপ নেয়। রং-বেরঙের নির্বাচনী প্রতীক হাতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে সীতাকুণ্ড মুখরিত হয় দাঁড়িপাল্লা স্লোগানে। আগতরা বলেছেন, এ সমাবেশ প্রমাণ করে জামায়াত নির্বাচনী মাঠে কতটা প্রস্তুত ও সংগঠিত।

সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড-৪ আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। এ সময় তিনি জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক আব্দুল জব্বার বলেন, নিষিদ্ধ ঘোষিত গণহত্যাকারী আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গুপ্ত হামলা এবং অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র রুখে দিতে হবে।

তিনি বলেন, জনগণ ফ্যাসিবাদ আর চায় না। কুরআনের শাসন কায়েমে সকলকে ভেদাভেদ ভুলে এক হওয়ার এখনই সময়। ইনশাআল্লাহ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মু. তাহের। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির রাশেদুজ্জামান মজুমদার, সহকারী সেক্রেটারি মু. কুতুবউদ্দিন শিবলী ও এড. আশরাফুর রহমান, যুব বিভাগের সভাপতি শামসুল হুদা, শ্রমিক কল্যাণ সভাপতি মিছবাহুল আলম রাসেল, মিডিয়া বিভাগের সভাপতি আবুল হোসেন, পৌরসভার আমির হাফেজ আলী আকবর, ছাত্রশিবির সভাপতি আশরাফ উদ্দিন, এবং উপজেলা কর্মপরিষদের নেতৃবৃন্দ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

রাস্তা পার হওয়ার সময় সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই :সীতাকুণ্ডে আনোয়ার ছিদ্দিক

আপডেটের সময় : ০৭:১৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

পিআর ছাড়া নির্বাচন নয় এই স্লোগান, অন্যদিকে নির্বাচনী প্রস্তুতিতে মাঠে পুরোদমে সক্রিয় জামায়াতে ইসলামী। সারা দেশের মতো সীতাকুণ্ডেও দেখা গেল একই চিত্র। কেন্দ্র ঘোষিত জুলাই সনদ বাস্তবায়ন ও পিআরসহ ৫ দফা দাবিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশটি রীতিমতো এক বিশাল নির্বাচনী মহড়ায় রূপ নেয়। রং-বেরঙের নির্বাচনী প্রতীক হাতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে সীতাকুণ্ড মুখরিত হয় দাঁড়িপাল্লা স্লোগানে। আগতরা বলেছেন, এ সমাবেশ প্রমাণ করে জামায়াত নির্বাচনী মাঠে কতটা প্রস্তুত ও সংগঠিত।

সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড-৪ আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। এ সময় তিনি জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক আব্দুল জব্বার বলেন, নিষিদ্ধ ঘোষিত গণহত্যাকারী আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গুপ্ত হামলা এবং অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র রুখে দিতে হবে।

তিনি বলেন, জনগণ ফ্যাসিবাদ আর চায় না। কুরআনের শাসন কায়েমে সকলকে ভেদাভেদ ভুলে এক হওয়ার এখনই সময়। ইনশাআল্লাহ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মু. তাহের। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির রাশেদুজ্জামান মজুমদার, সহকারী সেক্রেটারি মু. কুতুবউদ্দিন শিবলী ও এড. আশরাফুর রহমান, যুব বিভাগের সভাপতি শামসুল হুদা, শ্রমিক কল্যাণ সভাপতি মিছবাহুল আলম রাসেল, মিডিয়া বিভাগের সভাপতি আবুল হোসেন, পৌরসভার আমির হাফেজ আলী আকবর, ছাত্রশিবির সভাপতি আশরাফ উদ্দিন, এবং উপজেলা কর্মপরিষদের নেতৃবৃন্দ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন