সীতাকুণ্ডে এক অটোরিক্সা চালককে গলা কেটে হত্যা করে অটোরিক্সা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে এ ঘটনার পর বুধবার (১ অক্টোবর) রক্তমাখা অটোরিক্সা বিক্রি করতে গেলে এলাকাবাসী দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্দ্বীপের মুছাপুরের দিদারুল আলমের ছেলে হাবিবুর রহমান জিহাদ (১৫) মঙ্গলবার রাতে অটোরিক্সা নিয়ে বাসা যাচ্ছিল। এ সময় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ৪-৫ ছিনতাইকারী তার গাড়ির গতিরোধ করে অটোরিক্সাটি ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ সময় চালক জিহাদ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। বুধবার সকালে তারা রক্তমাখা অটোরিক্সা বিক্রি করতে যায় সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায়।
এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা দুই ছিনতাইকারীকে চ্যালেজ্ঞ করে তাদের আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে রক্তাক্ত জখম অবস্থায় তাদেরকে থানায় নিয়ে যায় পুলিশ। আটক দুজনও সন্দ্বীপের স্থায়ী বাসিন্দা।
তারা হলেন- সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কান্তিরহাট গ্রামের মো. মানিক মিয়ার পুত্র বাপি (২২) এবং সন্দ্বীপ হারামিয়া ইউনিয়নের মো. সেলিমের পুত্র মো. রাজিব (২৪)। তারাও বর্তমানে সীতাকুণ্ডের পন্থিছিলায় বসবাস করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন- ৪-৫ জন ছিনতাইকারী অটোরিক্সাটি ছিনিয়ে নেবার উদ্দেশ্যে চালককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে অটোরিক্সাটি বিক্রির সময় জনতা দুই জনকে ধরে গণপিটুনি দেয়। আমরা তাদেরকে থানায় নিয়ে আসি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
খালেদ / পোস্টকার্ড ;
সীতাকুণ্ড প্রতিনিধি।। 
















