Dhaka ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন

চট্টগ্রামে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যাবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন অনুষ্ঠান ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর সভাপতিত্বে, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, মেলা উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত ১২টি স্টলের মধ্যে ০৬টি স্টলে মহানগরের ০৬টি সার্কেলের যাবতীয় ভূমি সেবা প্রদান করা হচ্ছে। ০২টি স্টলে জেলা প্রশাসকের কার্যালয়ের এল,এ শাখা ও রেকর্ডরুমের সেবা, ০২টি স্টলে চট্টগ্রাম জেলার জরিপ ও ভূমির রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা এবং অপর ০২টি স্টলের মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্তের ভূমি বিষয়ক সেবা অর্থ্যাৎ ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারীর আবেদনসহ অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে।
তাছাড়া “ভূমি মেলা-২০২৫” উদযাপনের দ্বিতীয় দিনে (২৬/০৫/২৫) আয়োজনে থাকবে ভূমিসেবা স্টল, অডিও/ভিডিও কনটেন্ট প্রদর্শন, ভূমিসেবা সংক্রান্ত বুকলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গণশুনানি, মেলায় অংশগ্রহণকারীর মতামত/পরামর্শ গ্রহণ (পরিদর্শন বইয়ে), ভূমি আড্ডা ও সেমিনার।
“ভূমি মেলা-২০২৫” আয়োজনের সমাপনী দিনে (২৭/০৫/২৫) থাকবে ভূমিসেবা স্টল, অডিও/ভিডিও কনটেন্ট প্রদর্শন, ভূমিসেবা সংক্রান্ত বুকলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গণশুনানি, মেলায় অংশগ্রহণকারীর মতামত/পরামর্শ গ্রহণ (পরিদর্শন বইয়ে), ভূমি আড্ডা ও সমাপনী অনুষ্ঠান।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক অগ্রগতি, সংস্কার ও অর্জন বিভিন্ন শ্রেণির নাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছে,আগামী ২০২৮ সালের মধ্যে ভূমিসেবা পুরোপুরি হয়রানিমুক্ত ও জনবান্ধব করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, মিউটেশন, এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা এখন সম্পূর্ণ অনলাইনে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কোন সময়ে যে কোন নাগরিক ভূমি অফিসে না এসে নিজেই নামজারি,ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং খতিয়ান সেবা গ্রহন করতে পারছেন।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সারা দেশব্যাপী ভূমি উন্নয়ন কর এখন শতভাগ অনলাইনে অর্থবছরভিত্তিক আদায় করা হচ্ছে, দেশের সকল ভূমি অফিস ক্যাশলেস ও নাগরিক বান্ধব অফিস হিসাবে ঘোষিত হয়েছে। পুরোপুরি অনলাইন হওয়ার ফলে ভূমিসেবা বাবদ সরকারি আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বহুগুণে।

সভায়, বিশেষ অতিথির বক্তৃতা করেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী,চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু এবং চট্টগ্রামের স্থানীয় সরকারের পরিচালক মনোয়ারা বেগম। সভায়,সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ,এবং শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সভার পূর্বে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‌্যলি শেষ করে বেলুন উড়িয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মেলার উদ্বোধন করেন। সভা শেষে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
ট্যাগ:
লেখক তথ্য সম্পর্কে

মোটরসাইকেলের ধাক্কায় সীতাকুণ্ডে মারা গেলেন শিক্ষক

চট্টগ্রামে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন

আপডেটের সময় : ০১:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যাবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন অনুষ্ঠান ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর সভাপতিত্বে, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, মেলা উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত ১২টি স্টলের মধ্যে ০৬টি স্টলে মহানগরের ০৬টি সার্কেলের যাবতীয় ভূমি সেবা প্রদান করা হচ্ছে। ০২টি স্টলে জেলা প্রশাসকের কার্যালয়ের এল,এ শাখা ও রেকর্ডরুমের সেবা, ০২টি স্টলে চট্টগ্রাম জেলার জরিপ ও ভূমির রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা এবং অপর ০২টি স্টলের মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্তের ভূমি বিষয়ক সেবা অর্থ্যাৎ ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারীর আবেদনসহ অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে।
তাছাড়া “ভূমি মেলা-২০২৫” উদযাপনের দ্বিতীয় দিনে (২৬/০৫/২৫) আয়োজনে থাকবে ভূমিসেবা স্টল, অডিও/ভিডিও কনটেন্ট প্রদর্শন, ভূমিসেবা সংক্রান্ত বুকলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গণশুনানি, মেলায় অংশগ্রহণকারীর মতামত/পরামর্শ গ্রহণ (পরিদর্শন বইয়ে), ভূমি আড্ডা ও সেমিনার।
“ভূমি মেলা-২০২৫” আয়োজনের সমাপনী দিনে (২৭/০৫/২৫) থাকবে ভূমিসেবা স্টল, অডিও/ভিডিও কনটেন্ট প্রদর্শন, ভূমিসেবা সংক্রান্ত বুকলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গণশুনানি, মেলায় অংশগ্রহণকারীর মতামত/পরামর্শ গ্রহণ (পরিদর্শন বইয়ে), ভূমি আড্ডা ও সমাপনী অনুষ্ঠান।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক অগ্রগতি, সংস্কার ও অর্জন বিভিন্ন শ্রেণির নাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছে,আগামী ২০২৮ সালের মধ্যে ভূমিসেবা পুরোপুরি হয়রানিমুক্ত ও জনবান্ধব করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, মিউটেশন, এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা এখন সম্পূর্ণ অনলাইনে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কোন সময়ে যে কোন নাগরিক ভূমি অফিসে না এসে নিজেই নামজারি,ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং খতিয়ান সেবা গ্রহন করতে পারছেন।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সারা দেশব্যাপী ভূমি উন্নয়ন কর এখন শতভাগ অনলাইনে অর্থবছরভিত্তিক আদায় করা হচ্ছে, দেশের সকল ভূমি অফিস ক্যাশলেস ও নাগরিক বান্ধব অফিস হিসাবে ঘোষিত হয়েছে। পুরোপুরি অনলাইন হওয়ার ফলে ভূমিসেবা বাবদ সরকারি আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বহুগুণে।

সভায়, বিশেষ অতিথির বক্তৃতা করেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী,চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু এবং চট্টগ্রামের স্থানীয় সরকারের পরিচালক মনোয়ারা বেগম। সভায়,সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ,এবং শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সভার পূর্বে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‌্যলি শেষ করে বেলুন উড়িয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মেলার উদ্বোধন করেন। সভা শেষে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন