চট্টগ্রামের পাহাড়তলীর ইম্পেরিয়াল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার ভোর চারটায় এই আগুন লাগে। আগুনে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাসপাতালের রোগীদের কোনো সমস্যা বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক প্রথম আলোক বলেন, বৈদ্যুতিক গোলযোগ তথা আইপিএস থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরোপুরি আগুন নেভাতে সময় লাগে ২ ঘণ্টা ৫ মিনিট। আগুনে বেশি ক্ষয়ক্ষতি হয়নি, তবে প্রশাসনিক ভবনের নিচতলায় রাখা মালামাল পুড়ে গেছে।
এর আগে গত শুক্রবার চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি বেসরকারি ক্লিনিক মমতায়। ওই দিন বেলা তিনটার দিকে ওই এলাকার চানমারি সড়কে মমতা মাতৃসদন ক্লিনিকের নিচতলার অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। তবে ক্লিনিক কর্তৃপক্ষ বলছে, এটি আগুন নয়, অক্সিজেন সিলিন্ডার লিকেজ হয়েছিল।
খালেদ / পোস্টকার্ড ;
পোস্টকার্ড ডেস্ক ।। 

















