রাস্তা পারাপারকালে কাভার্ডভ্যান চাপায় সীতাকুণ্ডে মো. আলতাপ হোসেন (৭২) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বরিশালের বাসিন্দা হলেও সে দীর্ঘদিন ধরে বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় বসবাস করছিল। সে সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকার মো. হারুনের মালিকানাধীন স’মিলে (গাছ ছিড়ানোর করাতকলে) নৈশ প্রহরী হিসেবে চাকরি করত।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাতে স’মিল থেকে বের হয়ে রাস্তার পশ্চিম পাশের দোকানে যান নৈশ প্রহরী আলতাফ। দোকানের কাজ শেষে পুনরায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন। এতে কাভার্ডভ্যান চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর জানান, নিহতের মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি আটক করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
খালেদ / পোস্টকার্ড ;
সীতাকুণ্ড প্রতিনিধি ।। 

















