চট্টগ্রাম জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের ৩ দিনের সকল কার্যক্রম শেষ হয়েছে। কনস্টেবল পদে চাকুরীর জন্য ১৪৪ জন নারী ও ১৮৮৮ জন পুরুষ আবেদন করেছিল। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় ৩৩জন নারী ও ৬৯২জন পুরুষ মোট ৭২৫জন প্রার্থী উত্তীর্ণ হয়।
সকল উর্ত্তীণ প্রার্থী টেলিটক সিমের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে ১২০/- ফি জমা দিয়ে অনলাইনে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
আগামী ২০মে/২৫ সকাল ১০ ঘটিকায় সিএমপি স্কুল এন্ড কলেজ, দামপাড়ায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম- নিবিড় তত্ত্বাবধানে নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
তিনি উর্ত্তীণ প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। অনুর্ত্তীণ প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করে পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করেন।
তিনি বলেন, “শতভাগ মেধা, স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদানে ওয়াদাবদ্ধ চট্টগ্রাম জেলা পুলিশ” “কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করেন”
তিনি প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানান।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, মেডিকেল অফিসারবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগন উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।
খালেদ / পোস্টকার্ড ;