Dhaka ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
জিডি লাগবে না হারিয়ে গেলে 

এনআইডি পাবেন ১৬ বছর বয়সীরা : ইসি সচিব

১৬ বছর বা তদূর্ধ্ব বয়সীরা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারবেন এবং তারা এনআইডি পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, সমপ্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের বয়স ১৬ বছর হয়েছে তারা এনআইডির জন্য নিবন্ধন করতে পারবেন। এতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারব। অনেকগুলো কাজে এনআইডি লাগে। যে সমস্ত শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যান বা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যান, চিকিৎসাসহ এ সব ব্যাপারে অনেক কিছুতেই এনআইডি প্রাসঙ্গিক হয়ে পড়ে। ফলে ওই জায়গাটাতে দেখা যায় যে তার অসম্পূর্ণতার কারণে তাদের অসুবিধা হচ্ছে। এজন্য ১৬ বছর এবং তদূর্ধ্ব বয়সে এনআইডি পাবেন। বয়স ১৬ বছর পূর্ণ হলে এনআইডির জন্য আবেদন করতে পারবেন। খবর বাসসের।

এনআইডি হারিয়ে গেলে জিডি করা লাগবে না জানিয়ে ইসি সচিব আরো বলেন, একটা জিনিস আমাদের সবার জানার দরকার তা হলো– এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি বা জেনারেল ডায়েরি করার একটা প্রভিশন ছিল। ওটাকে আমরা বলেছি, জিডি লাগবে না। তিনি বলেন, মানুষের অসুবিধা হয়। সময়ের স্বল্পতা আছে। সুযোগের স্বল্পতা আছে। তার থেকে বরং এটা জিডি ছাড়াই দ্বিতীয় এনআইডি কার্ড পাওয়ার সুযোগ আছে।

উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে সমপ্রতি সিদ্ধান্ত নিয়েছে ইসি। হারিয়ে যাওয়া এনআইডি তুলতে আগে জিডি করতে হতো। জনদুর্ভোগ কমাতে এখন থেকে আর জিডি করা লাগবে না বলে কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। মানুষকে যাতে আরো সহজে এবং দ্রুত সেবা প্রদান নিশ্চিত করা যায় সেজন্য এই সিদ্ধান্ত নেয়া।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

জিডি লাগবে না হারিয়ে গেলে 

এনআইডি পাবেন ১৬ বছর বয়সীরা : ইসি সচিব

আপডেটের সময় : ০৯:৫৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

১৬ বছর বা তদূর্ধ্ব বয়সীরা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারবেন এবং তারা এনআইডি পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, সমপ্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের বয়স ১৬ বছর হয়েছে তারা এনআইডির জন্য নিবন্ধন করতে পারবেন। এতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারব। অনেকগুলো কাজে এনআইডি লাগে। যে সমস্ত শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যান বা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যান, চিকিৎসাসহ এ সব ব্যাপারে অনেক কিছুতেই এনআইডি প্রাসঙ্গিক হয়ে পড়ে। ফলে ওই জায়গাটাতে দেখা যায় যে তার অসম্পূর্ণতার কারণে তাদের অসুবিধা হচ্ছে। এজন্য ১৬ বছর এবং তদূর্ধ্ব বয়সে এনআইডি পাবেন। বয়স ১৬ বছর পূর্ণ হলে এনআইডির জন্য আবেদন করতে পারবেন। খবর বাসসের।

এনআইডি হারিয়ে গেলে জিডি করা লাগবে না জানিয়ে ইসি সচিব আরো বলেন, একটা জিনিস আমাদের সবার জানার দরকার তা হলো– এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি বা জেনারেল ডায়েরি করার একটা প্রভিশন ছিল। ওটাকে আমরা বলেছি, জিডি লাগবে না। তিনি বলেন, মানুষের অসুবিধা হয়। সময়ের স্বল্পতা আছে। সুযোগের স্বল্পতা আছে। তার থেকে বরং এটা জিডি ছাড়াই দ্বিতীয় এনআইডি কার্ড পাওয়ার সুযোগ আছে।

উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে সমপ্রতি সিদ্ধান্ত নিয়েছে ইসি। হারিয়ে যাওয়া এনআইডি তুলতে আগে জিডি করতে হতো। জনদুর্ভোগ কমাতে এখন থেকে আর জিডি করা লাগবে না বলে কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। মানুষকে যাতে আরো সহজে এবং দ্রুত সেবা প্রদান নিশ্চিত করা যায় সেজন্য এই সিদ্ধান্ত নেয়া।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন