Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
হযরত ইমামে আজম (রা:) জামে মসজিদে আহলে বাইতে রাসূল ( দ.) স্মরণে সুলতানে কারবালা মাহফিল অনুষ্ঠিত

আহলে বাইত উম্মতের জন্য উত্তম আদর্শ : সুলতানে কারবালা মাহফিলে বক্তারা

  • ইসলাম ডেস্ক ।।
  • আপডেটের সময় : ০৬:৪২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ১৪৭৫ টাইম ভিউ

আহলে বাইত উম্মতের জন্য উত্তম আদর্শ : সুলতানে কারবালা মাহফিলে বক্তারা

গাউসিয়া কমিটি বাংলাদেশ, সলিমপুর ৭নং ওয়ার্ড, পশ্চিমপাড়া ফকিরহাট এর উদ্যোগে রবিবার, ৬ জুলাই’২৫, ১০ মহররম , বাদে এশা হইতে ফকিরহাট পশ্চিম পাড়াস্থ হযরত ইমামে আজম (রা:) জামে মসজিদ প্রাংগনে আহলে বাইতে রাসূল ( দ.) স্মরণে ৩য় বারের মত সুলতানে কারবালা মাহফিল হযরত ইমামে আজম (রা:) জামে মসজিদের খতিব বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক, তরুণ আলেমেদ্বীন মাওলানা আবু মুহাম্মদ মুশফিক ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহছুফী মঈনুদ্দীন শাহ্ (রহ:) দাখিল মাদ্রাসার সহ সুপার এবং কাদেরীয়া তাহেরীয়া জামে মসজিদ এর খতিব  ও গাউসিয়া কমিটি বাংলাদেশ, সীতাকুণ্ড উপজেলা শাখার সহ – সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন, মুজাহিদে আহলে সুন্নাত, হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন আল-কাদেরী

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি মুদাররিস এবং উত্তর হালিশহর চৌধুরী পাড়া সাদেক আলী শাহ্ জামে মসজিদের খতিব বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক, তরুণ আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত ইমামে আজম (রা:) জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মুহাম্মদ মামুনুর রশিদ  ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোলায়মান মেম্বার, সদস্য মাস্টার জহুরুল আলম, নিজাম উদ্দিন, রফিক সও: ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি আবুল হাশেম, সেক্রেটারি তাওহিদুল আলম রিপন, তসলিম উদ্দিন, রিফাত, নিশান, সাফোয়ান, রায়হান, মিরাজ, ইরফাত, হাফেজ তানিম ও হাফেজ রোহান সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়াও আরো অনেক বরেণ্য আলোম ওলামাগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ রাসূল প্রাণপ্রিয় তৌহিদী জনতা ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন আল-কাদেরী বলেন, রাসুলে আকরাম (দ.)-এর আহলে বায়ত (বংশধরগণ) পুতঃপবিত্র এবং আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়ভাজন। সকল মুসলিমের জন্য প্রত্যেক নামাজে আহলে বায়তের প্রতি দরূদ শরীফ পড়া আবশ্যক। আখেরি জামানার ফিতনার যুগে মুসলিম উম্মাহর নাজাতের উপায় হলো পবিত্র কোরআন মাজিদকে আঁকড়ে ধরা এবং রাসুলেপাক (দ.)-এর অনুসরণ করা এবং আহলে বায়তকে মুহাব্বত করা।

প্রধান আলোচক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের বলেন, আহলে বায়তে রাসূল যুগে যুগে ইসলামের স্বকীয়তা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আহলে বায়তের জীবন দর্শনকে বর্তমান প্রজন্মের জন্য রোলমডেল হওয়া উচিত বলে মন্তব্য করে আহলে বায়তে রাসূলের আদর্শে উজ্জীবীত হওয়ার আহ্বান জানান তিনি ।

মাহফিলে হাফেজ মুহাম্মদ মামুনুর রশিদ ধর্ম ও জীবন সম্পর্কিত ইসলামিক আলোচনায় ও বক্তব্যে উজ্জীবিত করেন এবং দ্বীনের প্রতি ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানদের আল্লাহ ও রাসূলের পথে চলার দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে মসজিদের খতিব  ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষকমাওলানা আবু মুহাম্মদ মুশফিক ইলাহী বলেন,ইসলামে আহলে বাইত তথা নবী-পরিবারের বিশেষ মর্যাদা রয়েছে। হজরত ফাতেমা (রা.), হজরত হাসান-হোসাইন (রা.), হজরত আলী (রা.)—সবাই সম্মানিত আহলে বাইতের সদস্য। আজকে আওলাদে রাসুলের উসিলায় এবং তাদের দ্বীনি খেদমতে এই দেশে সত্যিকার তথা হোসাইনী আদর্শে আদর্শিত ইসলাম বেচে আছে এবং থাকবে। তিনি বলেন আওলাদে রাসুলের এই সংগঠন গাউসিয়া কমিটির মাধ্যমে ইসলামের তথা সুন্নিয়তের যে অকল্পনীয় খেদমত হচ্ছে সেটা জারি রাখতে সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। এই সুলতানে কারবালা মাহফিল প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রাখার জন্য যুব সমাজের প্রতি তিনি বিশেষ অনুরোধ করেন।

মাহফিল শেষে মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন আল-কাদেরী বাংলাদেশসহ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া ও আখেরী মুনাজাত পরিচালনা করেন এবং সবশেষে মাহফিলে উপস্থিত সবার মাঝে তবারুক বিতরণ করা হয় ।

আয়োজকদের সু-শৃংঙ্খল আয়োজনে সক্রিয়তায় সকলের সহযোগিতায় এবং আন্তরিকতায় সবকিছুই সুন্দর সফল শান্তিপূর্ণভাবে শেষ হয়।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

হযরত ইমামে আজম (রা:) জামে মসজিদে আহলে বাইতে রাসূল ( দ.) স্মরণে সুলতানে কারবালা মাহফিল অনুষ্ঠিত

আহলে বাইত উম্মতের জন্য উত্তম আদর্শ : সুলতানে কারবালা মাহফিলে বক্তারা

আপডেটের সময় : ০৬:৪২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

গাউসিয়া কমিটি বাংলাদেশ, সলিমপুর ৭নং ওয়ার্ড, পশ্চিমপাড়া ফকিরহাট এর উদ্যোগে রবিবার, ৬ জুলাই’২৫, ১০ মহররম , বাদে এশা হইতে ফকিরহাট পশ্চিম পাড়াস্থ হযরত ইমামে আজম (রা:) জামে মসজিদ প্রাংগনে আহলে বাইতে রাসূল ( দ.) স্মরণে ৩য় বারের মত সুলতানে কারবালা মাহফিল হযরত ইমামে আজম (রা:) জামে মসজিদের খতিব বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক, তরুণ আলেমেদ্বীন মাওলানা আবু মুহাম্মদ মুশফিক ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহছুফী মঈনুদ্দীন শাহ্ (রহ:) দাখিল মাদ্রাসার সহ সুপার এবং কাদেরীয়া তাহেরীয়া জামে মসজিদ এর খতিব  ও গাউসিয়া কমিটি বাংলাদেশ, সীতাকুণ্ড উপজেলা শাখার সহ – সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন, মুজাহিদে আহলে সুন্নাত, হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন আল-কাদেরী

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি মুদাররিস এবং উত্তর হালিশহর চৌধুরী পাড়া সাদেক আলী শাহ্ জামে মসজিদের খতিব বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক, তরুণ আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত ইমামে আজম (রা:) জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মুহাম্মদ মামুনুর রশিদ  ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোলায়মান মেম্বার, সদস্য মাস্টার জহুরুল আলম, নিজাম উদ্দিন, রফিক সও: ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি আবুল হাশেম, সেক্রেটারি তাওহিদুল আলম রিপন, তসলিম উদ্দিন, রিফাত, নিশান, সাফোয়ান, রায়হান, মিরাজ, ইরফাত, হাফেজ তানিম ও হাফেজ রোহান সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়াও আরো অনেক বরেণ্য আলোম ওলামাগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ রাসূল প্রাণপ্রিয় তৌহিদী জনতা ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন আল-কাদেরী বলেন, রাসুলে আকরাম (দ.)-এর আহলে বায়ত (বংশধরগণ) পুতঃপবিত্র এবং আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়ভাজন। সকল মুসলিমের জন্য প্রত্যেক নামাজে আহলে বায়তের প্রতি দরূদ শরীফ পড়া আবশ্যক। আখেরি জামানার ফিতনার যুগে মুসলিম উম্মাহর নাজাতের উপায় হলো পবিত্র কোরআন মাজিদকে আঁকড়ে ধরা এবং রাসুলেপাক (দ.)-এর অনুসরণ করা এবং আহলে বায়তকে মুহাব্বত করা।

প্রধান আলোচক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের বলেন, আহলে বায়তে রাসূল যুগে যুগে ইসলামের স্বকীয়তা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আহলে বায়তের জীবন দর্শনকে বর্তমান প্রজন্মের জন্য রোলমডেল হওয়া উচিত বলে মন্তব্য করে আহলে বায়তে রাসূলের আদর্শে উজ্জীবীত হওয়ার আহ্বান জানান তিনি ।

মাহফিলে হাফেজ মুহাম্মদ মামুনুর রশিদ ধর্ম ও জীবন সম্পর্কিত ইসলামিক আলোচনায় ও বক্তব্যে উজ্জীবিত করেন এবং দ্বীনের প্রতি ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানদের আল্লাহ ও রাসূলের পথে চলার দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে মসজিদের খতিব  ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষকমাওলানা আবু মুহাম্মদ মুশফিক ইলাহী বলেন,ইসলামে আহলে বাইত তথা নবী-পরিবারের বিশেষ মর্যাদা রয়েছে। হজরত ফাতেমা (রা.), হজরত হাসান-হোসাইন (রা.), হজরত আলী (রা.)—সবাই সম্মানিত আহলে বাইতের সদস্য। আজকে আওলাদে রাসুলের উসিলায় এবং তাদের দ্বীনি খেদমতে এই দেশে সত্যিকার তথা হোসাইনী আদর্শে আদর্শিত ইসলাম বেচে আছে এবং থাকবে। তিনি বলেন আওলাদে রাসুলের এই সংগঠন গাউসিয়া কমিটির মাধ্যমে ইসলামের তথা সুন্নিয়তের যে অকল্পনীয় খেদমত হচ্ছে সেটা জারি রাখতে সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। এই সুলতানে কারবালা মাহফিল প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রাখার জন্য যুব সমাজের প্রতি তিনি বিশেষ অনুরোধ করেন।

মাহফিল শেষে মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন আল-কাদেরী বাংলাদেশসহ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া ও আখেরী মুনাজাত পরিচালনা করেন এবং সবশেষে মাহফিলে উপস্থিত সবার মাঝে তবারুক বিতরণ করা হয় ।

আয়োজকদের সু-শৃংঙ্খল আয়োজনে সক্রিয়তায় সকলের সহযোগিতায় এবং আন্তরিকতায় সবকিছুই সুন্দর সফল শান্তিপূর্ণভাবে শেষ হয়।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন