রেললাইন থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ( ৩৫ বছর) মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয়রা নেভী গেট এলাকায় রেললাইনের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ভাটিয়ারী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তাপস দে জানান, নিহত ব্যক্তি লুঙ্গি পরিহিত ছিলেন এবং তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকামুখী সূর্য্য এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ বলছে, পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে কেউ কোনো তথ্য জানতে পারলে রেলওয়ে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;
পোস্টকার্ড ডেস্ক ।। 














