Dhaka ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অজ্ঞাত গাড়ির ধাক্কায় সীতাকুণ্ডে পিকআপ চালক নিহত

অজ্ঞাত গাড়ির ধাক্কায় চট্টগ্রামের সীতাকুণ্ডে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২১ আগস্ট) সকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় ,ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে শেহরীপুল ব্রীজ দোলাইপুর এলাকায় চট্টগ্রামমুখী লেইন একটি পিকআপ ভ্যান অতিক্রমকালে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক মারা যান। এই সময় আহত হন চালক সহকারী।

নিহত চালকের নাম মো. মিজানুর রহমান (৩৯)। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদিরপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার নতুন বাড়ির মফিজুর রহমানের ছেলে। আহত হেল্পারের নাম পরিচয় পাওয়া যায়নি।

কুমিরা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন বলেন, সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন পিকআপ ভ্যান চালক।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় গুরুতর আহত অবস্থায় পিকচারটির হেল্পারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপটি পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
ট্যাগ:
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

অজ্ঞাত গাড়ির ধাক্কায় সীতাকুণ্ডে পিকআপ চালক নিহত

আপডেটের সময় : ১২:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

অজ্ঞাত গাড়ির ধাক্কায় চট্টগ্রামের সীতাকুণ্ডে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২১ আগস্ট) সকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় ,ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে শেহরীপুল ব্রীজ দোলাইপুর এলাকায় চট্টগ্রামমুখী লেইন একটি পিকআপ ভ্যান অতিক্রমকালে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক মারা যান। এই সময় আহত হন চালক সহকারী।

নিহত চালকের নাম মো. মিজানুর রহমান (৩৯)। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদিরপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার নতুন বাড়ির মফিজুর রহমানের ছেলে। আহত হেল্পারের নাম পরিচয় পাওয়া যায়নি।

কুমিরা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন বলেন, সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন পিকআপ ভ্যান চালক।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় গুরুতর আহত অবস্থায় পিকচারটির হেল্পারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপটি পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন