পাইকারী মালামাল কিনতে এসে চট্টগ্রামের সীতাকুণ্ড শিপইয়ার্ডে অসুস্থ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার মাদামবিবিরহাট সাগর উপকূলে অবস্থিত চিটাগাং ষ্টিল ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মোঃ আলাউদ্দিন (৪২)। তিনি সোনাইছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পাক্কা মসজিদ এলাকার শফিউল আলমের পুত্র।
এ বিষয়ে জানতে চাইলে চিটাগাং শিপব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, সকাল ১০ টার দিকে ইলেকট্রিক ক্যাবল কিনতে ইয়ার্ডে আসেন ব্যবসায়ী মো. আলাউদ্দিন। তিনি বিভিন্ন প্রকার মালামাল দেখছিলেন। হটাৎ শরীর খারাপ লাগছে বলে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রামে একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে এখনো কিছু জানেন না। বিষয়টি খোঁজ নিয়ে জানবেন বলে জানান তিনি ।
খালেদ / পোস্টকার্ড ;