Dhaka ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে স্ত্রীকে নিয়ে হাসপাতালে স্বামী, খালী ঘরে চোরের হানা

সীতাকুণ্ডে স্ত্রীকে নিয়ে হাসপাতালে স্বামী, খালী ঘরে চোরের হানা

প্রসবব্যথা ওঠায় তাঁর স্বামী স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান । এই সুযোগে ফাঁকা ঘরে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস নিয়ে গেছে চোরের দল।

মঙ্গলবার (১৮ মার্চ ) গভীর রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় ইসমাইল হোসেনের ঘরে এ চুরি হয়।

ইসমাইল জানান, রাতে ঘর তালাবদ্ধ করে স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটে যান তিনি। বুধবার সকালে বাড়ির লোকজন ফোন করে চুরির ঘটনা জানালে তিনি ফিরে আসেন। চোরের দল ঘরের দরজা ভেঙে আলমারিতে থাকা ব্যবসার আড়াই লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। সেই সঙ্গে অন্যান্য মূল্যবান মালপত্র ও পোশাকও নিয়ে গেছে। তাঁদের পরনের কাপড় ছাড়া আর একটি কাপড়ও ঘরে নেই। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে এলাকাজুড়ে উদ্বেগজনক হারে চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে ১০ থেকে ১৫টি বাড়িতে চুরি হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, চুরির বিষয়ে তাঁরা অবগত নন। এ ব্যাপারে এখনো ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
ট্যাগ:
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

সীতাকুণ্ডে স্ত্রীকে নিয়ে হাসপাতালে স্বামী, খালী ঘরে চোরের হানা

আপডেটের সময় : ০৯:৫৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

প্রসবব্যথা ওঠায় তাঁর স্বামী স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান । এই সুযোগে ফাঁকা ঘরে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস নিয়ে গেছে চোরের দল।

মঙ্গলবার (১৮ মার্চ ) গভীর রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় ইসমাইল হোসেনের ঘরে এ চুরি হয়।

ইসমাইল জানান, রাতে ঘর তালাবদ্ধ করে স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটে যান তিনি। বুধবার সকালে বাড়ির লোকজন ফোন করে চুরির ঘটনা জানালে তিনি ফিরে আসেন। চোরের দল ঘরের দরজা ভেঙে আলমারিতে থাকা ব্যবসার আড়াই লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। সেই সঙ্গে অন্যান্য মূল্যবান মালপত্র ও পোশাকও নিয়ে গেছে। তাঁদের পরনের কাপড় ছাড়া আর একটি কাপড়ও ঘরে নেই। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে এলাকাজুড়ে উদ্বেগজনক হারে চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে ১০ থেকে ১৫টি বাড়িতে চুরি হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, চুরির বিষয়ে তাঁরা অবগত নন। এ ব্যাপারে এখনো ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন