দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।
সম্প্রতি শিল্প-কারখানার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষে জড়ানো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাটিয়ারী ৪ নম্বর ওয়ার্ডে বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলো হলো- বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও জাসাস।
স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, ভাটিয়ারীর কয়েকটি কারখানায় আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণে নিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দুই পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ গত বুধবার সংঘর্ষে জড়ান দুই পক্ষের নেতাকর্মীরা।