পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে ।
গত ৯ আগস্ট সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখার উপদেষ্টা জিতেন্দ্র নারায়ণ দাশ নাটু। প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদর। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির মো. হোসেন, সদস্য সচিব ছালে আহম্মদ ছলু, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শামসুল আলম আজাদ, পৌরসভা বিএনপির সদস্য মোহাম্মদ আলী, সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার নাথ ও সাধারণ সম্পাদক সুনন্দ ভট্টাচার্য সাগর।
সভায় সর্বসম্মতিক্রমে পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি মনোনীত হন অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক পূজন দে।
তাছাড়া পৌরসভা শাখার সভাপতি মনোনীত হন সুজন মল্লিক (ভজন), সাধারণ সম্পাদক পাবন কৃষ্ণ দাশ ও সাংগঠনিক সম্পাদক মোহন পাল।
পরবর্তীতে উভয় কমিটির নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি মনোনীত করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
খালেদ / পোস্টকার্ড ;