সময়ের আলো পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি শিল্পপতি এনামুল হকের মৃত্যুতে পোস্টকার্ড এর শোক
সীতাকুণ্ড প্রতিনিধি ।।
জাতীয় দৈনিক সময়ের আলো সম্পাদক মন্ডলীর সভাপতি ও আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এম এনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অনলাইন পোর্টাল পোস্টকার্ডবিডি.কম ।
শোক প্রকাশ করে বিবৃতিতে পোস্টকার্ডবিডি.কম প্রধান সম্পাদক খালেদ সরফুদ্দীন বলেন, দেশ ও জনগণের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন প্রথিতযশা শিল্পপতি এনামুল হক। তিনি আবাসন শিল্পের উন্নয়ন এবং গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে আবাসন শিল্প ও সংবাদপত্র শিল্প একজন অভিভাবক হারিয়েছে বলে উল্লেখ করেন তিনি ।
শোক জ্ঞাপন করেছেন পোস্টকার্ডবিডি.কম সম্পাদক ও প্রকাশক মেজবাহ উদ্দীন খালেদ, নির্বাহী সম্পাদক শেখ সাইফুদ্দীন , বার্তা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন , সহ-সম্পাদক দিদারুল আলম , উন্নয়ন সম্পাদক রাশেদুল হক রুমি প্রমুখ ।
পোস্টকার্ডবিডি.কম পরিবার আলহাজ্ব এমএম এনামুল হকের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সময়ের আলো সম্পাদকমণ্ডলীর সভাপতি আলহাজ এম এম এনামুল হক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খালেদ / পোস্টকার্ড;