সাংবাদিক হত্যার ঘটনায় সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের নিন্দা
পোস্টকার্ড ডেস্ক ।।
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ। একইসঙ্গে এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সহ সকল সাংবাদিকের সুরক্ষা দেয়ার দাবি জানানো হয়।
১৭ জুন ২০২৩ শনিবার এক যৌথ বিবৃতিতে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দীন খালেদ ও সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুল এ দাবি জানান।
সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক ইমাম হোসেন ইমন স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে পরিকল্পিতভাবে সাংবাদিক নাদিমের ওপর পৈচাশিক ও বর্বর হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরও সংকুচিত ও বাক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে। আমরা পরিকল্পিত এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই ঘটনায় জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।
বিবৃতিতে সাংবাদিক নেতারা আরও বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের লাঞ্ছিত, হুমকি ও মারধরসহ নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাধা এবং স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। এসব ঘটনার দ্রুত বিচার ও কঠোর শাস্তি না হলে অপরাধীরা ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে। তাই সাংবাদিকদের সুরক্ষায় সাংবাদিক নির্যাতনের সকল ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা আইনের শাসনের জন্য জরুরী।
প্রসঙ্গত, ১৪ জুন বুধবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পথিমধ্যে তাঁর ওপর হামলা করে একদল সন্ত্রাসী। এ সময় তাঁকে মারাত্মক জখম করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরদিন দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
খালেদ / পোস্টকার্ড ;