সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ভাটিয়ারী যানজট সমস্যা, ইভটিজিং ও মাদক মুক্ত সীতাকুণ্ড গঠন বিষয়ে এক গণ সংলাপের আয়োজন করা হয় ।
মঙ্গলবার ( ১২ আগস্ট ) ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে গণ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো: মুজিবুর রহমান।
সন্ত্রাস ও মাদকমুক্ত ভাটিয়ারি প্রত্যাশা করে এলাকাবাসি বলেন , মাদকের ক্ষতিকর প্রভাব গাছের শেকড়ের মতো ছড়িয়ে আছে সমাজের গভীর থেকে গভীরে, যা উপড়ে ফেলা সহজ নয়। মাদকের কুফল থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন। শহর এলাকা ছাড়িয়ে মাদক এখন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে গেছে। মাদক দ্রব্যের ভয়াবহতা নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে সচেতনতা সৃষ্টি করে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো: মুজিবুর রহমান বলেন, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি আমাদের দৃঢ় অবস্থান থাকবে । সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম বলেন , মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও র্যাগিং নতুন নয়। অনেক ক্ষেত্রে এক সময় এ সমস্ত ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হতোনা। যদিও বর্তমান সময়ে সব ঘটনাই অতিদ্রুত গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সরকার দলমত নির্বিশেষে এগুলো প্রতিরোধের ব্যবস্থা করছে।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ ও র্যাগিংয়ের বিরুদ্ধে সরকার তথা রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, শিক্ষকমণ্ডলী, অভিভাবকসহ সব স্তরের জনতাকে গভীরভাবে ভাবতে হবে। কোন একজন ব্যক্তির জন্য পরিবেশ নষ্ট হতে পারে না।
আলোচনায় অংশগ্রহন করেন- উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুবউদ্দিন শিবলী, বিএনপি নেতা মু. মুরসালিন, ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতের আমীর মুশাররফ হোসেন মৃধা ও সেক্রেটারি মু জমির উদ্দীন এর নেতৃত্বে শতাধিক কর্মি অংশ গ্রহণ করেন।
খালেদ / পোস্টকার্ড ;