সীতাকুন্ড উপ নির্বাচনে শাহ কামাল কাউন্সিলার নির্বাচিত

সীতাকুন্ড প্রতিনিধি।।
সীতাকুন্ড পৌর কাউন্সিলর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার পদে উপ নির্বাচনে পৌর যুবলীগের সভাপতি শাহ কামাল চৌধুরী ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ছিল উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহেদ চৌধুরী ফারুক পেয়েছেন ৫২৪ ভোট। উপজেলা নির্বাচন নির্বাচন অফিসার শাহ কামাল কে নির্বাচিত ঘোষনা করেন।
সকাল থেকেই খুব কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহদাত হোসেন জানায়, পৌর সভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিল জুলফিকার আলি শামীম সম্প্রতি ইন্তেকাল করলে পদটি শুন্য হয়ে যায়, আজ এর নির্বাচনের মধ্য দিয়ে কাউন্সিল নির্বাচিত করা হলো।নির্বাচন সুষ্ঠ হওয়ার জন্য কঠোর নির্রাপত্তার ব্যবস্হা নেয়া হয়। নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদন্ধিতা করে।
খালেদ / পোস্টকার্ড ;