সীতাকুন্ডের সলিমপুর ফকিরহাটে ' স্মরণিকা ইভেন্টজ' এর আনুস্টানিক উদ্বোধন
পোস্টকার্ড ডেস্ক ।।
বিয়ের ডেকোরেশন, স্টেইজ, ফটোগ্রাফি, এন্টারটেইনমেন্ট ইত্যাদী যাবতীয় কাজ করার উদ্যোগ নিয়ে আজ বিকাল ৪ টায় সীতাকুন্ডের সলিমপুর ফকিরহাটে উদ্বোধন হলো স্মরণিকা ইভেন্টজ এর ।
স্মরণিকা ইভেন্টজ এর আনুস্টানিক উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম উওর জেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দীন আজিজ, সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক ফজলে করিম চৌধুরী নিউটন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ সদস্য এস এম আল নোমান, সাবেক ছাত্রলীগনেতা সামস মোহাম্মদ লেনিন, সলিমপুর ইউনিয়ন পরিষদ সদস্য শাহদাত হোসেন ও সলিমপুর ইউনিয়ন পরিষদ সদস্য রৌশন আরা ।
এ সময় আরো উপস্থিত ছিলেন , আওয়ামীগ নেতা আবু তৈয়ব , পারভেজ উদ্দীন প্রমুখ ।