সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সীতাকুণ্ড প্রতিনিধি ।।
সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় জাহাজ থেকে নিচে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার রাতে সীতাকুণ্ড উপজেলাধীন শীতলপুর চৌধুরী ঘাটা এলাকায় টগী গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, রৌমারী থানার বখতিয়ার এর ছেলে শ্রমিক মো: হারুনুর রশিদ (৩৯) জাহাজে কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে অন্যান্য শ্রমিকেরা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক হারুনকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি ( তদন্ত ) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
খালেদ / পোস্টকার্ড ;