সীতাকুণ্ড ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন পোগ্রাম সম্পন্ন
সীতাকুণ্ড প্রতিনিধি ।।
চট্টগ্রামের সীতাকুণ্ড ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন পোগ্রামে সম্পন্ন হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সীতাকুণ্ড ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন পোগ্রামে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবির কান্থি নাথের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন।
এসময় তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন- ২০৪১ বাস্তবায়নে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। আজকে যারা শিক্ষার্থী ভবিষ্যতে তারাই দেশের হাল ধরবে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গায় সৎ থাকি এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করি এ দেশ অনেকদূর এগিয়ে যাবে।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড ডিগ্রী কলেজ গর্ভনিং বডির সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, কলেজের উপাধ্যক্ষ মো. মুছা ও কলেজের নবীন শিক্ষার্থীরা।
খালেদ / পোস্টকার্ড ;