সীতাকুণ্ডের কদম রসুল কাঁচা বাজার সড়ক সংস্কার হয়নি ২০ বছরেও, ইউএনওকে স্মারকলিপি

পোস্টকার্ড ডেস্ক ।।
সীতাকুণ্ডের কদম রসুল কাঁচা বাজার সংযোগ সড়ক । প্রতিদিন ১০ হাজার গ্রামবাসী এই সড়ক দিয়ে আসা যাওয়া করে। কিন্তু রাস্তাটি দীর্ঘ ২০ বছর ধরে সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন গ্রামবাসী। সড়কটির পশ্চিম পাশে অবস্থিত ছয়টি পুরাতন জাহাজ ভাঙার শিল্প কারখানা রয়েছে। কারখানাগুলো হলো- খলিল এন্ড সন্স, আরফিন এন্টারপ্রাইজ, এসএইচ এন্টারপ্রাইজ, এজি শিপ ব্রেকিং ইয়ার্ড, ফোরস্টার কর্পোরেশন ইয়ার্ড। এই শিল্প-কারখানাগুলোর প্রায় ৩ থেকে ৪ হাজার শ্রমিক দৈনন্দিন কাজ করার জন্য এ সড়ক দিয়ে চলাচল করেন এবং কারখানার দৈনিক ৫০০ থেকে ১০০০ টন কাঁচা লৌহা ট্রাক ভর্তি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এ সড়ক দিয়ে আনা-নেয়া করা হয়।
জানা যায়, বিগত ২০ থেকে ২৫ বছর যাবত সরকারি বা বেসরকারিভাবে সড়কটি সংস্কার হয়নি। ইতিপূর্বে এলাকাবাসী সড়কটি সংস্কারের দাবিতে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এমপি ও উপজেলার চেয়ারম্যান ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানোর পরও কোন প্রতিকার পায়নি এলাকাবাসী।
পরবর্তীতে গ্রামবাসী পুরাতন জাহাজ ভাঙ্গার শিল্প কারখানার মালিক পক্ষদ্বয়কে সড়কটি সংস্কার করে দেয়ার জন্য বললে আশ্বাস দিয়েছিলেন মালিকরা। কিন্তু সংস্কার হয়নি এখন পর্যন্ত।
এদিকে এটি সংস্কারের দাবিতে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৯টি দপ্তরে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী । তাঁরা আশা করেন , কদমরসুল বাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাগব হবে এবং স্বপ্ন বাস্তবায়ন করবে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।
খালেদ / পোস্টকার্ড ;