সীতাকুণ্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখে পালালো পাহাড়খেকোরা, তিনজনের বিরুদ্ধে মামলা
সীতাকুণ্ড প্রতিনিধি।।
সীতাকুণ্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পাহাড়খেকো চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে লতিফপুরের শাপলা আবাসিক এলাকার লইট্টা গোনা নামক স্থানের পাহাড় কাটার ঘটনায় তিনজনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হয়েছে।
বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন।
মামলায় অভিযুক্তরা হলেন, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর এলাকার মৃত সৈয়দ আবু তাহের আলীর ছেলে সৈয়দ মো. আবদুল মালেক, জঙ্গল লতিফপুর এলাকার মো. ইয়াসিনের ছেলে মো. মানিক ও নোয়াখালীর হাতিয়া উপজেলার ইউনুছপুর এলাকার মো. রফিকের ছেলে মো. রিয়াদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, একদল পাহাড়খেকোর লোকচক্ষুর অন্তরালে পাহাড় কাটার খবরে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ৯০ ডিগ্রি খাড়া পাহাড় কেটে ভিটা বানাতে দেখেন। অভিযানের খবর পেয়ে পাহাড় থেকো চক্র পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা যায়নি।
তিনি বলেন, চক্রটি যে পাহাড় কাটছিল, সেটি সরকারি খাস খতিয়ানভুক্ত। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বসতি গড়ে তুলতে খাড়া পাহাড় সমানতালে কাটছিল। অভিযানের পরে লোকজনের মাধ্যমে জড়িত পাহাড়খেকোদের বিস্তারিত নাম- পরিচয় সংগ্রহের পর তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় পরিবেশ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
খালেদ / পোস্টকার্ড ;