সীতাকুণ্ডে গাউসিয়া কমিটি উদ্যোগে ১৬তম শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত
পোস্টকার্ড ডেস্ক।।
হিজরী নববর্ষ উদযাপন ও আহলে বাইতে রাসুল (দঃ) স্নরণে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন ও মাদামবিবিরহাট শাখার উদ্যেগে ১৬তম পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদে যোহর থেকে মাদামবিবিরহাটস্থ হযরত শাহজাহানী শাহ (রহঃ) দরগাহ মাঠে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুন্ড উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আউয়াল আল কাদেরী'র সভাপতিত্বে মাহফিল উদ্বোধন করেন হযরতুলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রহিম আনসারী।
মাওলানা মোঃ আবু হানিফ আল কাদেরীর সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রজবী। বিশেষ অথিতি ছিলেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন, গাউছিয়া কমিটির থানা সাধারণ সম্পাদক হযরতুলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, মাহফিলে প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা আবুল কালাম বয়ানী, বিশেষ বক্তা ছিলেন হযরতুলহাজ্ব মুফতি মওলানা মুক্তার আহমেদ রজবীসহ আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোবারক হোসেন সওদাগর, আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, মোঃ কামাল উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মাওলানা মোঃ মজিবুদ্দিন, আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন, মোঃ আলাউদ্দিন, আলহাজ্ব মাওলানা মোঃ সিরাজউদ্দৌলা, আলহাজ্ব মাওলানা মোঃ আতিকুল্লা, আলহাজ্ব মাওলানা মোঃ নুর আলম, আলহাজ্ব মাওলানা মোঃ নাছিম উদ্দিন,আলহাজ্ব মাওলানা মোঃ গাউসুল ফারুক, মাওলানা মোঃ নেছার উদ্দিন, আলহাজ্ব মোঃ আলাউদ্দিন, মোঃ আবুল কালাম কন্টাকটর, মোঃ জানে আলম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন আহমেদ, মোঃ রমজান আলী রুবেল, মোঃ আলমগীর, মোঃ মুজিব উদ্দিন চৌধুরী, মোঃ আলাউদ্দিন, আলহাজ্ব তাজু উদ্দিন সওদাগর, মোঃ আবদুর রহিম,মোঃ মামুনুর রশিদ, মোঃ নুর উদ্দিন, মোঃ আলী আকবর, মোঃ নূর উদ্দিন প্রমুখ।
খালেদ / পোস্টকার্ড ;