ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট প্রস্তুতি নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দিল সীতাকুণ্ড শিক্ষা অফিস
বিশেষ প্রতিবেদক ।।
জাতীয় শিক্ষাক্রম ২০২২ বাস্তবায়নে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন গাইড লাইন অনুযায়ী ট্রান্সক্রিপ্ট প্রস্তুতকরণ বিষয়ে সীতাকুণ্ডে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার সহকারী শিক্ষকদের দিন ব্যাপী প্রশিক্ষণ সোমবার সকাল ১০টায় উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। তিনি বলেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদেরকে প্রথমেই এগিয়ে আসতে হবে। কোমলমতি শিক্ষার্থীদেরকে দক্ষ হিসেবে তৈরী করতে হবে। দক্ষ মেধাবী দেশের উন্নয়নের জন্য খুব বেশী প্রয়োজন। বর্তমান জাতীয় শিক্ষাক্রম দেশ বিদেশে দক্ষ লোক তৈরীতে সক্ষম। সুতরাং এ ক্ষেত্রে নতুন কারিকুলাম জাতীয় শিক্ষাক্রম মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের দক্ষতা প্রশিক্ষণের কোন বিকল্প নেয়।
মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দিন ব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমীনা শিরিন সিরাজউদ্দীন,বি এ এফ শাহীন কলেজের সহকারী শিক্ষক শেখ মোঃ আলী আব্বাস। প্রশিক্ষনে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ জন করে সহকারী শিক্ষক অংশগ্রহণ করে। দিন ব্যাপী এই প্রশিক্ষনে প্রশিক্ষকরা নতুন কারিকুলামে ষান্মাসিক সামষ্টি মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট প্রস্তুত কারা বিষয়ে ব্যাপক আলোচনা করেন। তাছাড়া জাতীয় শিক্ষাক্রম নিয়েও আলোচনা করা হয়।
সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাপনী সভায় আলোচানা রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, সহকারী শিক্ষা অফিসার ইসমত আরা,প্রশিক্ষক ইয়াসমিনা শিরিন,আলী আব্বাস প্রশিক্ষনার্থী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,নাসরিন আক্তার, সুমন স্যার,নয়ন দাশ,আলেয়া বেগম,তামান্না, এখলাছ উদ্দিন প্রমুখ ।
খালেদ / পোস্টকার্ড;