শাহরুখ'র টুইটে চট্টগ্রাম !
বিনোদন ডেস্ক ।।
দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ভক্তদের । বাংলাদেশসহ সারা বিশ্বে গত ৭ সেপ্টেম্বর একযোগে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র ‘জওয়ান’। তাই ভক্তদের মধ্যে গত কয়েকদিন ধরেই চলছে বাড়তি উন্মাদনা। যা একবার খোদ বলিউড বাদশার নজরে এলো।
শাহরুখ ধন্যবাদ জানালেন, তার চট্টগ্রামের ভক্তদের। এর আগে ঢাকার ভক্তদের ধন্যবাদ দিয়েছিলেন কিং খান।
এক টুইটে বলিউডের এই অভিনেতা ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’র চট্টগ্রাম ভক্তদের উন্মাদনার কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন।
জানা গেছে, ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ ফ্যান ক্লাব’ থেকে সিনেমা হল ভাড়া করে ‘জওয়ান’ দেখেছেন অনুরাগীরা। তারই অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রামে তারা বিশেষ শোয়ের আয়োজন করেন। সেখান থেকেই কিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করে শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব। শুধু প্রদর্শনীই নয়, হয়েছে শোভাযাত্রাও। এতে শাহরুখের বিভিন্ন লুকে হাজির হয়েছিলেন ভক্তরা।
নিজের দেশের বাইরে ভক্তদের এমন ভালোবাসা দেখে আবেগী হয়ে উঠেছেন শাহরুখও।
এদিকে, বাংলাদেশে ‘জওয়ান’ আমদানি করেছে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
‘জওয়ান’ দেখতে পুরো হল ভাড়া বাংলাদেশি ভক্তদের‘জওয়ান’ দেখতে পুরো হল ভাড়া বাংলাদেশি ভক্তদের মাথায় ব্যান্ডেজ বেঁধে সিনেপ্লেক্সে শাহরুখভক্তরামাথায় ব্যান্ডেজ বেঁধে সিনেপ্লেক্সে শাহরুখভক্তরা ‘জওয়ান’-এ শাহরুখের আধা অভিনয় করে দিয়েছেন প্রশান্ত!‘জওয়ান’-এ শাহরুখের আধা অভিনয় করে দিয়েছেন প্রশান্ত!
প্রসঙ্গত, অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।
এছাড়াও আছেন সানিয়া মলহোত্রা, প্রিয়মণি, গিরিজা ওক, সঞ্জীতা ভট্টাচার্য, লেহের খান, আলিয়া কুরেশি, রিধি ডোগরা, সুনীল গ্রোভার, মুকেশ ছাবড়াসহ অনেকে।
খালেদ / পোস্টকার্ড ;