রিয়াদে বঙ্গবন্ধু পরিষদ বৃহত্তর চট্টগ্রাম এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
প্রবাস ডেস্ক ।।
অত্যন্ত ভাবগাম্ভীর্য পরিবেশে পরম শ্রদ্ধা ও চির কৃতজ্ঞতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ পরিবারবর্গের প্রতি সম্মান রেখে জাতীয় শোক দিবস পালন করে বঙ্গবন্ধু পরিষদ বৃহত্তর চট্টগ্রাম।
সংগঠনটির সভাপতি মুহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন সোহেল এর যৌথ সঞ্চানালয়ে এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা এম এ জলিল রাজা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইউসুফ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি প্রকৌশলী তানভীর সিকান্দার, রিয়াদ আওয়ামী যুবলীগের সভাপতি কামাল পাটোয়ারী, রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.মনিরুল ইসলাম।
আলোচনায় অংশ নেন, মো. মাসুদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, আক্তার হোসেন, গোলাম কিবরিয়া চৌধুরী, আব্দুল আজীজ লিটন, আব্দুল আজীজ তালুকদার, আব্দুস সাত্তার প্রমুখ নেতৃবৃন্দ।
পবিত্র কোরান থেকে তিলোয়াত, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদশন, আলোচনা সভা সর্বোপরী জাতির পিতা ও তাঁর পরিবারসহ, মহাণ মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং সকল গনতান্ত্রিক ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে শাহাদাত বরনকারী শহীদদের জন্য দোয়া,মুনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে শোক সভাটির ইতিটানা হয়।
খালেদ / পোস্টকার্ড ;