রমজান মাসে রোজা ফরজ, আল্লাহর সন্তুষ্টির নিয়তে রোজা রাখার পুরস্কার

ইসলাম ডেস্ক।।
রোজা হলো ইসলামের পাঁচটি রুকনের একটি । আর রমজান মাসে রোজা রাখা ফরজ। সে জন্য রমজানের প্রধান আমল সুন্নাহ মোতাবেক রোজা পালন করা। মহান আল্লাহ বলেন, ‘সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে রোজা রাখে’ (সুরা বাকারা : ১৮৫)।
রোজা রাখার ফজিলত সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে ইখলাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজানে রোজা পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে’ (বুখারি : ২০১৪)। অন্য হাদিসে আছে, ‘যে কেউ আল্লাহর রাস্তায় (অর্থাৎ শুধু আল্লাহকে খুশি করার জন্য) একদিন রোজা পালন করবে, তা দ্বারা আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে রাখবেন’ (মুসলিম : ২৭৬৭)। তাই রোজা রাখার নিয়ত হতে হবে কেবল আল্লাহর সন্তুষ্টি। মানুষের প্রশংসা বা শারীরিক উপকার বিবেচনায় রোজা রাখলে উদ্দিষ্ট পুরস্কার পাওয়া যাবে না।
খালেদ / পোস্টকার্ড ;