চট্টগ্রামের মিরসরাই উপজেলার পৌর সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পৌর সদরে ফুটপাতে মালামাল রেখে সড়কে যানজট সৃষ্টি ও দখলের অভিযোগে জরিমানা ও সড়কের পাশ অবৈধ দখলমুক্ত করা হয়েছে ।
জানা গেছে, আজ মিরসরাই পৌর সদর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন । উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোমাইয়া আক্তার ।
এ সময় তিনি মিরসরাই পৌর সদরে ফুটপাতে মালামাল রেখে সড়কে যানজট সৃষ্টি ও দখলের অভিযোগে মোজাম্মেল স্টোরকে ২০ হাজার টাকা, আজিজুল স্টোর কে ২০ হাজার টাকা ও তামিম হোটেল কে ৫ হাজার জরিমানা করেন ।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার বলেন, রাস্তার ধারে ফুটপাতে মালামাল রেখে সড়কে যানজট সৃষ্টি ও দখলের কারণে সড়কে যান চলাচল এবং সাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে জরিমানা করা হয়েছে এবং সবাইকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
খালেদ / পোস্টকার্ড ;