মানুষ সিনেমা দেখে কাঁদে, হাসে, আবার স্বপ্নও দেখে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পোস্টকার্ড ডেস্ক ।।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সিনেমা নির্মল আনন্দ দেওয়ার জন্য এমনকি দেশ গড়ার ক্ষেত্রেও ভূমিকা রাখে। আমাদের স্বাধীনতা আন্দোলনের সময়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ শিল্প নতুন প্রজন্মকে জীবন গড়তে শেখাবে, প্রত্যয়ী হওয়ার শিক্ষা দিবে । কারন সিনেমা দেখে মানুষ কাঁদে, হাসে, আবার স্বপ্নও দেখে।
আজ নগরীর চকবাজারস্থ বালি আর্কেডে স্টার সিনেপ্লেক্স চট্টগ্রাম শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, বালি আর্কেড এর স্বত্বাধিকারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলেমান শেঠ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটি এম পেয়ারুল ইসলামসহ প্রযোজক, পরিচালক, অভিনয় শিল্পীবৃন্দ, বিভিন্ন শ্রেনী পেশার দর্শক এবং প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমি রাজনৈতিক কর্মীর পাশাপাশি একজন সাংস্কৃতিক কর্মী ছিলাম, আমি নাট্য দলের সদস্যও ছিলাম। আপনারা জানেন বাংলা সিনেমা অনেক চড়াই উতড়াই পেরিয়েছে, আমরা অনেক কঠিন সময় অতিক্রম করেছি। স্টার সিনেপ্লেক্সের প্রথম শাখা উদ্বোধন হয় ১৮ বছর আগে এরপরে বাংলা সিনেমা অনেক চড়াই উতড়াই পেরিয়েছে কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সিনেমা শিল্প ঘুড়ে দাড়িয়েছে। গত মাসে কলকাতায় বাংলাদেশ চলচিত্র উৎসব হয়েছে, সেখানে বাংলাদেশের ‘‘হাওয়া” মুভি দেখতে মানুষ টিকেটের জন্য দীর্ঘ এক কিলোমিটার লাইন ধরেছে। এটি আমাদের সিনেমা শিল্পের জন্য একটি মাইল ফলক।
এসময় তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলেন, আমার অনেক স্কুল বন্ধুদের দেখেছি স্কুল পালিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছে। সেসময় চট্টগ্রাম শহরে প্রচুর সিনেমা হল ছিল, কিন্তু সেগুলো একে একে বন্ধ হয়ে গেছে। তবে আশার কথা এই, গত এক বছরে বন্ধ হয়ে যাওয়া ২০০টি সিনেমা হল আবার নতুনভাবে চালু হয়েছে। আমাদের সরকার সিনেমা শিল্পের উন্নয়নে এবং বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো চালু করার উদ্দেশ্যে ১ হাজার কোটি টাকার স্বল্প সুদের ঋণ তহবিল চালু করেছে। আমরা সিনেমা নির্মাণে অনুদানের অংকও বাড়িয়েছি। আশা করছি, খুব দ্রæত আমাদের সিনেমা আন্তর্জাতিক বাজারে একটি ভালো জায়গা তৈরী করবে এবং বাংলা সিনেমা দেশের গন্ডি পেরিয়ে অনেক দর্শকের মনে স্থান করে নিবে।
খালেদ / পোস্টকার্ড ;