ভোরের কাগজ জনসচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পাশে থাকবে-মুহাম্মদ ইউসুফ খাঁন
পোস্টকার্ড নিউজ।।
ভোরের কাগজ পাঠক ফোরাম সীতাকুণ্ড উপজেলা শাখার কার্যকরী কমিটির সভা সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল হুদার সভাপতিত্বে শনিবার(১৯ নভেম্বর ) বিকালে সীতাকুণ্ড মডার্ণ ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সম্পাদক শামিমা আক্তার লাভলী ও নির্বাহী সভাপতি নাজনীন আক্তার পান্নার পরিচালনায় সমন্বয়কারী ভোরের কাগজ প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ খাঁন এর দিকনির্দেশনায় বক্তব্য রাখেন-উপদেষ্টা নোয়ামিয়া কন্ট্রাক্টর,মজিবুর রহমান, সৌরভ চৌধুরী, কে এম সালাহউদ্দিন, আতাউল হাকিম আরিফ,জামাল উদ্দীন, জুবায়ের চৌধুরী, মো. হারুন, সপু কুমার দাশ, আলেয়া বেগম, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, মো. ইকবাল হোসেন প্রমুখ।
ভোরের কাগজ পাঠক ফোরামের সমন্বয়কারী, ভোরের কাগজ এর সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক নেতা মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, জনস্বার্থ তথ্য, বিজ্ঞাপন, সঠিক তথ্য উপাত্ত ও ভোরের কাগজের পাঠক সংখ্যা বৃদ্ধি করে মুক্তিযুদ্ধের চেতনাবাহী প্রাচীন ও প্রথমসারীর গণমানুষের জাতীয় দৈনিক ভোরের কাগজের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবে পাফো। ভোরের কাগজ পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভা শেষ হয়।
খালেদ / পোস্টকার্ড;