রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ২০ জন নিহত ও ১৭১ জন আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)।
সোমবার (২১ জুলাই) ডিজাব সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আহমেদ উল্লাহসহ কার্যনির্বাহী কমিটির নেতারা যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, ‘আকস্মিক এ দুর্ঘটনায় আমরা শোকাহত, মর্মাহত।
এ ছাড়া কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকদের এ শোক সইবার শক্তি দিতে আল্লাহর কাছে প্রার্থনার পাশাপাশি নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয় বিবৃতিতে।
খালেদ / পোস্টকার্ড ;