রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ২৭ জন নিহত ও ১৭১ জন আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব।
সোমবার (২১ জুলাই) ডিজাব সভাপতি মেজবাহ উদ্দীন খালেদ ও সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুলসহ কার্যনির্বাহী কমিটির নেতারা যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, ‘আকস্মিক এ দুর্ঘটনায় আমরা শোকাহত, মর্মাহত।
এ ছাড়া কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকদের এ শোক সইবার শক্তি দিতে আল্লাহর কাছে প্রার্থনার পাশাপাশি নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয় বিবৃতিতে।
বিবৃতিদাতা সাংবাদিকরা হচ্ছেন, এসকে এম মেজবাহ্ উদ্দীন খালেদ, এমরানুল ইসলাম (মুকুল) , মোঃ ইব্রাহিম খলিল, টিপু দাশ গুপ্ত , রেজাউল হোসেন পলাশ , কামরুজ্জামান, ফারহান সিদ্দিক, ইমাম হোসেন ইমন, মামুনুর রশিদ মাহিন , সাজ্জাদ হোসেন, মোঃ মহিউদ্দীন, মামুনুর রশিদ , শেখ নাদিম , আব্দুল মামুন , এ কে অপু প্রমুখ ।
উল্লেখ্য, সোমবার বেলা আনুমানিক সোয়া ১টায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এতে কোমলমতি অনেক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া আরও কিছু শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
খালেদ / পোস্টকার্ড ;