Dhaka ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে গিয়ে শেখো কিন্তু ফিরে এসো আপন নীড়ে : প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে চবি উপাচার্য

বিদেশে গিয়ে শেখো কিন্তু ফিরে এসো আপন নীড়ে : প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে চবি উপাচার্য

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ২০২৫ ব্যাচের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান নগরীর রেডিসন ব্লু’র মেজবান হলে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন), অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দীন ।

এ সময় তিনি বলেন, মনে রাখবে, শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। নিজেকে শুধু দেশের নয়, বিশ্বের নাগরিক ভাবো এবং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হও। শেকড় ভুলে যেও না, বিদেশে গিয়ে শেখো, কিন্তু ফিরে এসো আপন নীড়ে। গবেষণা, সহশিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেকে গড়ে তোলো।

বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন), অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, শিক্ষায় বিনিয়োগ করো, নিজেকে গড়ে তোলো এবং নিজের যত্ন নাও। সমাজের পিছিয়ে থাকা মানুষদের কথাও মনে রেখো, তাদের পাশে দাঁড়াও।

সভাপতির বক্তব্যে ড. ইমাম হাসান রেজা বলেন, তোমরা প্রেসিডেন্সিতে যে নীতি–নৈতিকতা শিখেছো তা মনে রেখো এবং নিজের ভবিষ্যৎ গড়ে তোলো। পরিবার, সমাজ ও দেশের কথা কখনো ভুলে যেও না।

বক্তব্য রাখেন, সিনিয়র স্কুল উপাধ্যক্ষ ই. ইউ. এম. ইনতেখাব, মিডল স্কুল উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন, জুনিয়র স্কুল উপাধ্যক্ষ, ফিরোজ আহম্মদ, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ রাকিবুর রহমান প্রমুখ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্কুল হেড–গার্ল আনিসা তাহসিন চৌধুরী, হেড–বয় দেবার্পন দত্ত, তাসনিম রেজা অরিত্র এবং জারিফ আমিন। উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব মো. গোলজার আলম আলমগীর, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক–শিক্ষিকা ও অভিভাবকমণ্ডলী।

আলোচনা সভা শেষে গ্র্যাজুয়েটদের সনদ প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

খালেদ /পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

বিদেশে গিয়ে শেখো কিন্তু ফিরে এসো আপন নীড়ে : প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে চবি উপাচার্য

আপডেটের সময় : ০৭:২০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ২০২৫ ব্যাচের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান নগরীর রেডিসন ব্লু’র মেজবান হলে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন), অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দীন ।

এ সময় তিনি বলেন, মনে রাখবে, শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। নিজেকে শুধু দেশের নয়, বিশ্বের নাগরিক ভাবো এবং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হও। শেকড় ভুলে যেও না, বিদেশে গিয়ে শেখো, কিন্তু ফিরে এসো আপন নীড়ে। গবেষণা, সহশিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেকে গড়ে তোলো।

বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন), অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, শিক্ষায় বিনিয়োগ করো, নিজেকে গড়ে তোলো এবং নিজের যত্ন নাও। সমাজের পিছিয়ে থাকা মানুষদের কথাও মনে রেখো, তাদের পাশে দাঁড়াও।

সভাপতির বক্তব্যে ড. ইমাম হাসান রেজা বলেন, তোমরা প্রেসিডেন্সিতে যে নীতি–নৈতিকতা শিখেছো তা মনে রেখো এবং নিজের ভবিষ্যৎ গড়ে তোলো। পরিবার, সমাজ ও দেশের কথা কখনো ভুলে যেও না।

বক্তব্য রাখেন, সিনিয়র স্কুল উপাধ্যক্ষ ই. ইউ. এম. ইনতেখাব, মিডল স্কুল উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন, জুনিয়র স্কুল উপাধ্যক্ষ, ফিরোজ আহম্মদ, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ রাকিবুর রহমান প্রমুখ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্কুল হেড–গার্ল আনিসা তাহসিন চৌধুরী, হেড–বয় দেবার্পন দত্ত, তাসনিম রেজা অরিত্র এবং জারিফ আমিন। উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব মো. গোলজার আলম আলমগীর, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক–শিক্ষিকা ও অভিভাবকমণ্ডলী।

আলোচনা সভা শেষে গ্র্যাজুয়েটদের সনদ প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

খালেদ /পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন