বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পরিচালনা পরিষদ (২০২৩-২০২৫)-এর প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পরিচালনা পরিষদ (২০২৩-২০২৫)-এর প্রথম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পরিচালনা পরিষদ (২০২৩-২০২৫)-এর প্রথম সভা অনুষ্ঠিত

পোস্টকার্ড ডেস্ক ।।

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পরিচালনা পরিষদ (২০২৩-২০২৫)-এর প্রথম সভা ১২ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ প্রাবন্ধিক গবেষক ড. আনোয়ারা আলম।

পরিচালক রাশেদ রউফ-এর পরিচালনায় আলোচনায় অংশ নেন উপ-পরিচালক জসিম উদ্দিন খান, কাসেম আলী রানা, ইসমাইল জসীম, রুনা তাসমিনা ও সৈয়দা সেলিমা আক্তার এবং কার্যকরী সদস্য নেছার আহমদ, মর্জিনা আখতার, সুলতানা নুরজাহান রোজী, আনোয়ারুল হক নূরী, বাসুদেব খাস্তগীর, ইফতেখার মারুফ, মিলন বনিক, শিবুকান্তি দাশ, গোফরান উদ্দীন টিটু, লিটন কুমার চৌধুরী, কাঞ্চনা চক্রবর্তী, সাঈদুল আরেফীন, নিজামুল ইসলাম সরফী, প্রদ্যোত কুমার বড়ুয়া, ফারজানা রহমান শিমু, লিপি বড়ুয়া, শিরিন আফরোজ, বনশ্রী বড়ুয়া, শিপ্রা দাশ, অপু চৌধুরী, কানিজ ফাতিমা ও সুবর্ণা দাশ মুনমুন।

নবগঠিত পরিচালনা পরিষদের প্রথম সভায় ব্যাপক আলোচনার পর বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

০ ১.বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উপ-পরিচালকদের দায়িত্ব বণ্টন -
ক. জসিম উদ্দিন খান- উপ-পরিচালক (সাংগঠনিক)
খ. কাসেম আলী রানা- উপ-পরিচালক (অনুষ্ঠান)
গ. ইসমাইল জসীম- উপ-পরিচালক (দপ্তর)
ঘ. রুনা তাসমিনা -উপ-পরিচালক (প্রচার)
ঙ. সৈয়দা সেলিমা আক্তার -উপ-পরিচালক (অর্থ)

০২. বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির সদস্যদের ফি নির্ধারণ -
ক. স্থায়ী সদস্য- এককালীন এক হাজার টাকা
খ. সাধারণ সদস্য- বার্ষিক দুই শত টাকা।
গ. এছাড়া পরিচালনা পরিষদে অন্তর্ভুক্ত সদস্যদের বার্ষিক ফি পাঁচ শত টাকা।

৩. আগামী এক বছরের কর্ম-পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত হয়। এ উপলক্ষ্যে একটি উপ-কমিটি গঠন করা হয়। এই কমিটি পরিচালনা পরিষদের আগামী সভায় তাঁদের কর্ম-পরিকল্পনা পেশ করবেন। সেই সভায় অনুমোদিত কর্ম-পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হবে।

উপ-কমিটির সদস্যরা হলেন :

মর্জিনা আখতার, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, লিপি বড়ুয়া ও শিপ্রা দাশ।

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির লক্ষ্য ও উদ্দেশ্য  -
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির প্রধান কার্যালয় চট্টগ্রামে অবস্থিত হলেও দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুসাহিত্যিকরা এতে অন্তর্ভুক্ত হতে পারবেন।

এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য -
১. বাংলাদেশের শিশুসাহিত্যিক ও সাহিত্যকর্মীদের মাঝে আন্তঃযোগাযোগ প্রতিস্থাপন করা।
২. বাংলাদেশের শিশুসাহিত্যের প্রবহমান ধারাকে আরো বেগবান ও সুসংহত করার লক্ষ্যে ভূমিকা গ্রহণ করা।
৩. অন্তত দুই বা তিন মাসে একবার সাহিত্য সভার আয়োজন করা। এতে বিভিন্ন অঞ্চলের লেখকদের অংশগ্রহণ নিশ্চিত করা।
৪. বছরে অন্তত একবার কোনো এক সুবিধাজনক স্থানে শিশুসাহিত্যিকদের মিলনমেলা বা শিশুসাহিত্য সম্মেলনের আয়োজন করা, সঙ্গে বইমেলার আয়োজন করা। যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চলের লেখকরা অংশ নিতে পারবেন।
৫. বাংলাদেশের শিশুসাহিত্যে যাঁদের বিশেষ অবদান রয়েছে, সেই সব প্রয়াত ব্যক্তিত্বদের জীবনী ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা, সংগ্রহ এবং প্রয়োজনে পুনঃপ্রকাশ করা।
৬. বাংলাদেশের শিশুসাহিত্যের সার্বিক উন্নয়নে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও বইমেলার আয়োজন করা।
৭. শিশুসাহিত্যের অগ্রগতিতে ভূমিকা পালনকারী ব্যক্তিদের নানা কর্মকাণ্ডের মূল্যায়ন করা।
৮. প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সাময়িকী/বুলেটিন প্রকাশ করা।
৯. একাডেমির সেইসব সদস্য, যাঁরা আর্থিক অসচ্ছলতার কারণে বই প্রকাশ করতে পারছেন না, অথচ দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা করে মেধার স্বাক্ষর রেখে চলেছেন, তাঁদের বই প্রকাশে সহায়তা করা।
১০ বিশ্ব শিশুসাহিত্যের ক্লাসিক কাজগুলো অনুবাদ করে বাংলা ভাষায় প্রকাশ করা।
১১ শিশুসাহিত্য গবেষণায় উৎসাহিত করা এবং প্রয়োজনে সহায়তা দান করা।
১২. প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ ও ব্যয় নির্বাহের জন্য দান-অনুদান মঞ্জুরি, চাঁদা ফি সংগ্রহ করে তহবিল গঠন এবং অর্থ, ইমারত ও অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পত্তি অনুদান হিসেবে গ্রহণ ও সংরক্ষণ করা।
১৩. প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বিবেচিত হতে পারে এমন অন্যান্য সব কার্যক্রম গ্রহণ করা।
১৪. সদস্যদের কোনো লভ্যাংশ বা বোনাস না দিয়ে সমস্ত আয় প্রতিষ্ঠানের সমৃদ্ধির জন্য ব্যয় করা।

 

কারা সদস্য হবেন -
যিনি প্রাপ্তবয়স্ক এবং একাডেমির তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট এবং এর লক্ষ্য ও আদর্শের সঙ্গে একাত্ম ও আস্থাশীল, তিনি সাধারণ সদস্য পদের যোগ্য হতে পারবেন যদি-
ক. তিনি বাংলাদেশের নাগরিক হন।
খ. তাঁর সদস্যপদ প্রাপ্তি একাডেমির পরিচালনা পরিষদ অনুমোদন করে।
গ. তিনি একাডেমির শর্তসমূহ পালন করেন এবং নিয়মাবলী মেনে চলতে সক্ষম হন।

স্থায়ী সদস্য :
বাংলাদেশে জন্মগ্রহণকারী এমন যে কোনো ব্যক্তি একাডেমির স্থায়ী সদস্য হতে পারবেন। তবে তাঁকে-
১. অন্তত একটি গ্রন্থের লেখক হতে হবে অথবা, বাংলাদেশের মানসম্পন্ন পত্রিকা বা সাময়িকীতে অন্তত বিশটা লেখা প্রকাশের অধিকারী হতে হবে।ছোটদের পত্রিকার সম্পাদক/প্রকাশক-এর ক্ষেত্রে উল্লিখিত শর্ত শিথিলযোগ্য।
২. এককালীন এক হাজার টাকা চাঁদা পরিশোধ করতে হবে। উপর্যুক্ত শর্ত পূরণে সক্ষম ব্যক্তিরা স্থায়ী সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন। তাঁর আবেদন, পরিচালনা পরিষদ গ্রহণ করলেই তিনি স্থায়ী সদস্য হিসেবে বিবেচিত হবেন।

একাডেমির সম্মানিত উপদেষ্টা ও ফেলো :

উপদেষ্টা :
সুকুমার বড়ুয়া, আখতার হুসেন, কাইজার চৌধুরী, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম, আসলাম সানী, খালেকবিন জয়েনউদদীন, সুজন বড়ুয়া, রহীম শাহ, আনজীর লিটন, রফিকুর রশীদ।

ফেলো :
তপংকর চক্রবর্তী, অজয় দাশগুপ্ত, বিপুল বড়ুয়া, রোকেয়া খাতুন রুবী, ফারুক হোসেন, দীপক বড়ুয়া, সনজীব বড়ুয়া, আহসান মালেক, আশরাফুল আলম পিনটু, এমরান চৌধুরী, উৎপলকান্তি বড়ুয়া, অরুণ শীল, জসীম মেহবুব, মাহবুবুল হাসান, সৈয়দ খালেদুল আনোয়ার, হাসনাত আমজাদ, এয়াকুব সৈয়দ, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, মিজানুর রহমান শামীম, কেশব জিপসী, অমিত বড়ুয়া, রমজান মাহমুদ।

খালেদ / পোস্টকার্ড ;