বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলো'র পাঁচ বছর পদার্পণ উৎসব উদযাপন

পোস্টকার্ড ডেস্ক ।।
"দৈনিক সময়ের আলো" সত্য প্রকাশে আপসহীন- স্লোগানে ২০১৯ সালে যাত্রা শুরু করেছিল । ২ মার্চ সময়ের আলোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠার চার বছর পার করে পাঁচ বছরে পদার্পণ উপলক্ষে ঘরোয়া আয়োজনেও আনন্দ-উৎসবের কমতি ছিল না। সময়ের আলোর বাংলামোটর অফিসে দিনভর নানা আয়োজনে প্রিয় কর্মস্থলের পথচলার আনন্দ ভাগাভাগি করেন সাংবাদিক, সংবাদকর্মী, কর্মকর্তারা।
মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাবে দৈনিক সময়ের আলো। আর এই আলো ছড়িয়ে পড়বে দেশ থেকে দেশান্তরে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন শুভেচ্ছা জানাতে আসা অতিথিরা। শত বাধা-বিপত্তি অতিক্রম করে সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং মানুষের ভালোবাসায় সময়ের আলো আরও অনেক দূর এগিয়ে যাবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
দুপুর ১টায় দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে সময়ের আলোর অফিসে আসেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশন) ফয়সাল এম রানা ও আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশন) মোহাম্মদ তানভীরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তাদের ফুল দিয়ে স্বাগত জানায় সময়ের আলো পরিবার।
এ সময় তারা সময়ের আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হক, আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সময়ের আলোর প্রধান সম্পাদক মো. রমজানুল হক নিহাদ, আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক মো. আমিনুল হক নাবিলের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দুপুর ২টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। পরে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়।
এ সময় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশন) ফয়সাল এম রানা। তিনি বলেন, সময়ের আলো আমিন মোহাম্মদ গ্রুপেরই একটি অঙ্গপ্রতিষ্ঠান। সে ক্ষেত্রে আমরা একটি পরিবার। প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ফয়সাল এম রানা বলেন, পত্রিকায় কাজ করা অনেক সম্মানের। এখানে কাজ করলে সোশ্যাল কন্ট্রিবিউশন এবং রাষ্ট্রীয় ও ব্যক্তিপর্যায়ে যোগাযোগ করার অনেক বড় সুযোগ থাকে। তিনি বলেন, সময়ের আলো দিন দিন যেভাবে পাঠকপ্রিয় হয়ে উঠছে, সেই ধারা অব্যাহত রাখতে হবে। পত্রিকাটিকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যেন আমরা গর্ববোধ করতে পারি।
একই সঙ্গে আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের জন্য সবার কাছে দোয়া ও সুস্থতা কামনা করেন ফয়সাল এম রানা।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশন) মোহাম্মদ তানভীরুল ইসলাম বলেন, আমি সময়ের আলো প্রতিদিনই পড়ি। শুধু পড়ি না, ধারণও করি। মা ও সন্তানকে আমরা যেমন ধারণ করি, সেভাবে এই পত্রিকাটিকে ধারণ করতে হবে সবাইকে। তিনি সময়ের আলোর উত্তরোত্তর সফলতা কামনা করেন।
পত্রিকার নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ বলেন, সময়ের আলোর যদি কোনো অর্জন থেকে থাকে, তার কৃতিত্ব এর কর্মীদের। তারাই এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এগিয়ে নিয়ে যাবে। আমি শুরু থেকেই দেখেছি, এ পত্রিকার ব্যাপারে আমিন মোহাম্মদ গ্রুপ অকৃপণ। তারা আমাদের সবকিছু ঢেলে দিচ্ছেন। সুতরাং আমাদেরও ঢেলে দিতে হবে।
তিনি বলেন, সংবাদমাধ্যম একটি সংকটকাল অতিক্রম করছে। তাই এর ব্যবস্থাপনাতেও কিছু পরিবর্তন আসছে। এখন শুধু প্রিন্টে লিখে সাংবাদিকতা হয় না, সাংবাদিকতা এখন মাল্টিমিডিয়াকেন্দ্রিক। সুতরাং সেসব জায়গায় দক্ষতা অর্জন করতে হবে। তবে কাজের ক্ষেত্রে বাধা থাকবেই। দক্ষতা অর্জনের মাধ্যমে সেই বাধা ডিঙিয়ে যাওয়া সম্ভব।
সার্বিক সহযোগিতার জন্য আমিন মোহাম্মদ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে পত্রিকাটির প্রকাশক গাজী আহমেদ উল্লাহ বলেন, সময়ের আলো আজ পাঁচ বছরে পদার্পণ করল। করোনাকালসহ নানা কারণে কিছুটা মন্দা সময় গেলেও আমাদের সাংবাদিকসহ প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সবাই যেভাবে কাজ করছেন, আশা করছি দ্রুত আমরা এগিয়ে যাব। আমি আমিন মোহাম্মদ গ্রুপ ও সময়ের আলোর সবার সহযোগিতা কামনা করি।
সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায় বলেন, আজ সময়ের আলোর জন্মদিন, খুশির দিন। এ আনন্দ আরও কানায় কানায় পূর্ণ হতো যদি আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দুই ব্যবস্থাপনা পরিচালক আমাদের মাঝে উপস্থিত থাকতেন। পত্রিকার শুরু থেকে তারা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যাচ্ছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি বলেন, সময়ের আলো বাজারে এসেছে স্বাধীনতার মাসে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সময়ের আলোর আলো সবখানেই ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে তিনি সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন- আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক আবুল কালাম মো. রেজাউল করিম, কন্ট্রোলার মো. আবুল হোসেন, হেড অব ট্যাক্স ওমর ফারুক, সাপ্লাই চেইন ম্যানেজার মহিউদ্দিন, আমিন মোহাম্মদ ফাউন্ডেশন ল্যান্ডের হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ইলিয়াস আমিন, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন ফয়সাল আর ফেরদৌস, হেড অব এমআইএস শামীন রহমান, হেড অব অডিট শামীমুল ফেরদৌস, এজিএম মোস্তাফিজুর রহমান এবং আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের একান্ত সচিব মুনিফ আম্মার।
তারা সবাই সময়ের আলোর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের অন্যান্য পত্রিকার সঙ্গে পাল্লা দিয়ে সময়ের আলো আরও সামনের দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভ এই দিনে অন্যদের মধ্যে শুভেচ্ছা জানাতে এসেছিলেন- এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (হেড অব কমিউনিকেশন ডিভিশন) মো. হারুন অর রশিদসহ কর্মকর্তারা, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মার্কেটিং অ্যান্ড ব্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান টিপু, ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা, বিকাশের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো. সোহেল হোসাইন পাটোয়ারি, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের (বিএমটিপি) পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার ফারুকী (সাকিব) ও সহ-প্রচার সম্পাদক শাকিল আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সময়ের আলোর নগর সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ করিম।
খালেদ / পোস্টকার্ড;