জমিয়তুল ফালাহ মসজিদে আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে ১০ দিনব্যাপী ৪০তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের চতুর্থ দিনে গতকাল সোমবার বক্তারা বলেন, খোলাফায়ে রাশেদা ও সাহাবায়ে কেরাম প্রিয় নবী (দ.) ও আহলে বায়তে রাসূলের (দ.) প্রতি শর্তহীন আনুগত্য ও অসামান্য ভালোবাসা দেখিয়েছেন। তেমনি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা.) প্রিয় নবীর (দ.) প্রতি যে অকৃত্রিম মহব্বত ও আনুগত্য দেখিয়েছেন দুনিয়ার ইতিহাসে তা অতুলনীয়। তিনি প্রিয় নবীর (দ.) খেদমতে ও ইসলামের প্রচার প্রসারে নিজের জীবনকে উৎসর্গ করে অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন।
সোমবার ( ১ জুন ) মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা মশুরিখোলা দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহ আহছানুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সূফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি হযরত মাওলা আলী (রা.) এর বাণীর উদ্ধৃতি দিয়ে বলেন, জালিম নিপীড়ক শাসক, লোভী রাজনীতিবিদ, অসৎ ব্যবসায়ী এবং দুর্নীতিবাজ বিচারক এরাই দেশ ও সমাজে বিপর্যয় ডেকে আনে। এরা দুর্নীতিগ্রস্ত হলে কে ধরবে দেশের হাল। হযরত ইমাম হোসাইন (রা.) ক্ষমতা চাননি। চেয়েছিলেন ন্যায়ভিত্তিক শাসন। এজন্য তিনি ইয়াজিদি দুঃশাসন রুখে দিয়েছিলেন।
আলোচনা করেন ঢাকা দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা কাযী আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন, হালিশহর মাদ্রাসা–এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল এর অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম রিজভি, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ফকিহ আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভি।
মাহফিলে অতিথি ছিলেন, মাহফিলের প্রধান সমন্বয়ক পিএইচপি ফ্যামিলির ডাইরেক্টর আলহাজ্ব আলী হোসেন সোহাগ, জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেঙের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, আনজুমান ট্রাস্ট সদস্য মুহাম্মদ নুরুল আমিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক আবুল মহসিন মুহাম্মদ ইয়াহিয়া খান, জামেয়ার প্রভাষক আল্লামা গোলাম মুস্তফা মুহাম্মদ নূর নবী।
যুব সমাজের মধ্যে নবীপ্রেম সৃষ্টিতে আমাদের করণীয় বিষয়ে আলোচনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুদাররিছ আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন। মাহফিলে কুরআন মজিদ থেকে তেলাওয়াত করেন কারী মুহাম্মদ ইব্রাহিম। না’তে রাসুল (দ.) পরিবেশন করেন মুহাম্মদ আরিফুল ইসলাম বাঁধন।
ড. জাফর উল্লাহ ও হাফেজ মাওলানা আহমদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, খোরশেদুর রহমান, মোহাম্মদ আনোয়ারুল হক, প্রফেসর কামাল উদ্দীন আহমদসহ বিভিন্ন দরবার শরীফের সাজ্জাদানশীন, বিভিন্ন দরবারের মোতোয়াল্লী, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ। সালাত সালাম শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। মাহফিলের ৬ষ্ঠ দিন বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেঙ নিচ তলায় পর্দা সহকারে মহিলাদের জন্য আলোচনা শোনার ব্যবস্থা থাকবে।
খালেদ / পোস্টকার্ড