মহাসড়কের সীতাকুণ্ড অংশে প্রতিদিনই ভয়াবহ যানজট লেগে যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত কুমিরা, বাড়বকুণ্ড, ভাটিয়ারী, ফৌজদারহাট ও বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কন্টেইনার ডিপোগুলো ঘিরে ঘণ্টার পর ঘণ্টা যানজট এখন নিত্যদিনের ঘটনা। ফলে সাধারণ যাত্রী, পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন এম্বুলেন্সে থাকা রোগীরা।
স্থানীয়রা জানান , যানজটে আটকে থেকে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় কেউ কেউ মৃত্যুর ঝুঁকিতে পড়ছেন। গাড়িচালক ও এলাকাবাসীর দাবি, মহাসড়কের পাশে নতুন কন্টেইনার টার্মিনাল চালুর পর পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন যত্রতত্র মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকে, ফলে সড়কে চলাচলের জায়গা সংকুচিত হয়ে যানজট তৈরি হচ্ছে। এ অবস্থায় এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। তারা অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন অপসারণ, বিকল্প পার্কিংয়ের ব্যবস্থা এবং নিয়মিত ট্রাফিক মনিটরিংয়ের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল হক বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত, এসিল্যান্ড এবং আমরা হাইওয়ে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মামলা দিচ্ছি। যানজট নিরসনে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি ।
খালেদ / পোস্টকার্ড ;