নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণির মানুষ আসছে । মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জনস্রোত সৃষ্টি হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকার মানুষ ও রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘটনাস্থলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন। সাভার থেকে আসা মহিউদ্দীন নামে এক ব্যবসায়ী বলেন, ‘সাভারের দুই শিক্ষার্থী নিহত হয়েছে।’ তিনি জানান, কীভাবে কখন বিমানটি পড়ল, সেই জায়গা দেখার জন্য তিনি এসেছেন।
এ ছাড়া, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা দুর্ঘটনাস্থল নিহতদের শ্রদ্ধা জানাতে এসেছেন। অনেকে সমবেদনা জানাচ্ছেন। মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মেহেজাবিন খানের মা জান্নাতুল ফেরদৌস জানান, তিনি তাঁর মেয়েকে নিয়ে গতকাল সকাল পরীক্ষা শেষে বের হয়ে যান। এর প্রায় ঘণ্টা দুয়েক পর পর তিনি বিমান বিধ্বস্তের কথা জানতে পারেন।
জান্নাতুল ফেরদৌসের মতো আরও অনেকেই আজ গতকালের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছেন। রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও একই উদ্দেশ্যে এসেছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে।
খালেদ / পোস্টকার্ড ;