নির্বাচনী পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে সীতাকুণ্ডে সড়ক অবরোধ!
নিউজ ডেস্ক ।।
সীতাকুণ্ডে দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করার পরও এইচএসসির চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে একদল শিক্ষার্থী।
রবিবার (৩০ জুলাই) দুপুর ১টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তারা অবস্থান নেয়। এসময় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ জট তৈরি হয়।
তবে তাৎক্ষণিক বিষয়টি দেখে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলমের উপস্থিতিতে আনসার ও পুলিশের একটি টীম শিক্ষার্থীদের নিবৃত করে সড়কের উপর থেকে সরিয়ে দেয়৷ পরে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, সড়ক অবরোধ করা শিক্ষার্থীরা সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রী। নির্বাচনী পরীক্ষায় মোট ৬ বিষয়ে অকৃতকার্য হয়ে তারা চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের চেষ্টা করে আসছিলেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষের কঠোর সিদ্ধান্তে তারা ফরম পূরণ করতে পারেননি। শেষমেশ আজ দুপুরে সড়ক অবরোধ করে তারা। কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়।
খালেদ / পোস্টকার্ড;