নবীজি ( দ. ) শানে আদবের বরখেলাপ হয় এমন কিছু করা উচিত নয় : লায়ন মোহাম্মদ ইমরান
ইসলাম ডেস্ক।।
পবিত্র মিলাদুন্নবী ( দ.) উপলক্ষে আজিমুশশান নূরানী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, মহান রাব্বুল আলামিনের কাছ থেকে পাওয়া সর্বোত্তম উপহার 'রহমাতুল্লিল আলামিন' নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আদবের বরখেলাপ হয় এমন কিছু করা উচিত নয়। তাঁর দেখানো জীবনাদর্শে উজ্জীবিত হয়ে আমাদেরকে জান্নাতের পথে এগিয়ে যেতে হবে।
জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ৩রা অক্টোবর ২০২৩, মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের দক্ষিণ জাহানাবাদ কাদেরীয়া তাহেরীয়া জামে মসজিদে আজিমুশশান নূরানী মাহফিল আয়োজন করে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী রাজনীতিবিদ লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।
প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ্ ফোরকান খান আল কাদেরী। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিত্ব। তাঁর চরিত্র অনুসরণের মাঝেই রয়েছে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি ও সফলতা।
কাদেরীয়া তাহেরীয়া জামে মসজিদ কমিটির সভাপতি খায়রুল আলম জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন মাওলানা হাফেজ ক্বারী মুহাম্মদ আবদুল মোমিন কাদেরী, মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান আল কাদেরী ও মাওলানা মুহাম্মদ আবু হানিফ আল কাদেরী।
দক্ষিণ জাহানাবাদের বিপুল সংখ্যক শিশু-কিশোর তরুণ ও বয়োবৃদ্ধরা নূরানী মাহফিলে অংশগ্রহণ করেন।
খালেদ / পোস্টকার্ড ;