দেশবিরোধী রাজনীতি বন্ধ না করলে, রাজনীতির কবর রচিত হবে: নৌ প্রতিমন্ত্রী
পোস্টকার্ড ডেস্ক।।
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আগামী বছর । রাজনৈতিক শুদ্ধাচারের বছর। এ মুজিববর্ষে দেশবিরোধী রাজনীতি বন্ধ না করলে, বিএনপি-জামায়াতের রাজনীতির কবর রচিত হবে’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, ‘গুজব, সন্ত্রাস আর মিথ্যাচার করে ফখরুলরা দেশের জনগণকে আর বিভ্রান্ত করতে পারবে না। মিথ্যাচার ও দুর্নীতির রাজনীতির পরিণতি জিয়া পরিবার ভোগ করছে। দুর্নীতির মামলায় খালেদা জিয়া কারাগারে। তার এক ছেলে পলাতক, আরেক ছেলে পলাতক অবস্থায় মারা গেছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। সৃষ্টির পর থেকে আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। শত প্রতিকূলতার মধ্যেও আওয়ামী লীগ দেশের মানুষকে ছেড়ে যায়নি। এ জন্যই ন্যায় ও সততার নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জাকিয়া তাবাসসুম জুই এমপি, সাবেক এমপি সেলিনা জাহান লিটা প্রমুখ।