দৈনিক আজাদী ও দৈনিক পূর্বকোণ সম্পাদকের সাথে লায়ন মোহাম্মদ ইমরানের মতবিনিময়

পোস্টকার্ড ডেস্ক।।
স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী ভবনে পত্রিকার সম্পাদক এম এ মালেকের সাথে গতকাল মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন সীতাকুণ্ডের কৃতী সন্তান ও সিমনি গ্রুপের কর্ণধার লায়ন মোহাম্মদ ইমরান।
সাক্ষাৎকালে ভাষা আন্দোলন, বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম এবং সীতাকুণ্ড তথা চট্টগ্রামের মাটি ও মানুষের প্রতি দৈনিক আজাদী পরিবারের অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা ও মমতার কথা উল্লেখ করে লায়ন ইমরান সীতাকুণ্ডবাসীর পক্ষ থেকে সম্পাদক একুশে পদকজয়ী সাংবাদিক এম এ মালেককে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় মোহাম্মদ ইমরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে আমি স্মার্ট সীতাকুণ্ড গড়ে তুলতে চাই।
সৌজন্য সাক্ষাৎকালে লায়ন মোহাম্মদ ইমরানের সাথে ছিলেন তাঁর ভাই মোহাম্মদ ইকবাল, সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকরাম, সলিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, কায়সার উল আলম, আকবর চৌধুরী, আবু নাসের, গোলাম খালেদ, আতাহার খসরু, বখতিয়ার আহমেদ প্রমুখ।
দৈনিক পূর্বকোণ সম্পাদকের সাথে লায়ন মোহাম্মদ ইমরানের মতবিনিময়
অন্যদিকে দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন সীতাকুণ্ড সংসদীয় আসনে (চট্টগ্রাম-০৪) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিমনি গ্রুপের কর্ণধার লায়ন মোহাম্মদ ইমরান।
মঙ্গলবার সাক্ষাৎকালে সীতাকুণ্ড তথা চট্টগ্রামের গণমানুষের কথা বিশ্বদরবারে পৌঁছে দেবার জন্য দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরীর অবদানের কথা স্মরণ করেন। তাঁর জেষ্ঠ্যভ্রাতৃদ্বয় মোহাম্মদ ইকবাল ও সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকরামকে সাথে নিয়ে সীতাকুণ্ডবাসীর পক্ষ থেকে পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় লায়ন মোহাম্মদ ইমরান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের মতো আমি স্মার্ট সীতাকুণ্ড গড়ে তুলতে চাই।
সৌজন্য সাক্ষাৎকালে লায়ন মোহাম্মদ ইমরান-এর সাথে ছিলেন সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, কায়সার উল আলম, আকবর চৌধুরী, আবু নাসের, গোলাম খালেদ, আতাহার খসরু ও বখতিয়ার আহমেদ প্রমুখ ।
খালেদ / পোস্টকার্ড ;