ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে যান চলাচল স্বাভাবিক, ফুটওভার ব্রিজের কাজ শেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে যান চলাচল স্বাভাবিক, ফুটওভার ব্রিজের কাজ শেষ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে যান চলাচল স্বাভাবিক, ফুটওভার ব্রিজের কাজ শেষ

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় ফুটওভার ব্রিজ স্থাপনের কাজ শেষ হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়ায় ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য পূর্ব ঘোষণা দিয়ে আজ শনিবার (২০ মে) ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মহাসড়ক বন্ধ রাখে সড়ক ও জনপথ বিভাগ। ফলে এ সময় মহাসড়কে ঢাকা-চট্টগ্রামমুখী দুই লাইনে যানজট সৃষ্টি হয়।

তবে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী সকাল ৭টার মধ্যে তারা ফুটওভার ব্রিজ স্থাপনের কাজ সম্পন্ন করে। এতে সকাল ৭টার পর থেকে পুনরায় উভয় লেনে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, সকাল ৭টায় ফুটওভার ব্রিজ স্থাপনের কাজ সম্পন্ন হলে মহাসড়ক পুনরায় খুলে দেওয়া হয়। ফলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। এখন সড়কে কোন যানজট নেই।

খালেদ / পোস্টকার্ড ;