ডিসি এসপির নম্বর ক্লোন , সীতাকুণ্ড থানায় চাঁদা দাবির অভিযোগ!

ডিসি এসপির নম্বর ক্লোন , সীতাকুণ্ড থানায় চাঁদা দাবির অভিযোগ!
ডিসি এসপির নম্বর ক্লোন , সীতাকুণ্ড থানায় চাঁদা দাবির অভিযোগ!

সীতাকুণ্ড  প্রতিনিধি ।।

চট্টগ্রামের জেলা প্রশাসক  ও পুলিশ সুপারের সরকারি নম্বর ক্লোন করে টাকা দাবির অভিযোগ উঠেছে।

দুই ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় জেলা প্রশাসকের তরফে এবং সীতাকুণ্ড থানায় পুলিশ সুপারের পক্ষ থেকে আলাদা দু’টি সাধারণ ডায়েরি করা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, তার সরকারি নম্বরটি ক্লোন করে সীতাকুণ্ড থানায় ফোন করা হয়েছিল। সেখান বিভিন্ন ধরনের কথা বলে টাকা দাবি করা হয়েছে।

বিষয়টি বুঝতে পেরেই সীতকুণ্ড ওসি ফেসবুকের মাধ্যমে সচেতন মূলক পোস্ট দেন এবং সবাইকে সতর্ক করেন তাছাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি সাইবার ক্রাইম ইউনিটকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।

গত শনিবার সন্ধ্যায় দিকে চট্টগ্রাম পুলিশ সুপারের নম্বর ক্লোন করে ( +৩৮০১৩২০১০৭৪০০ ) মোবাইল থেকে চট্টগ্রাম পুলিশ সুপার পরিচয় দিয়ে সীতাকুণ্ড মডেল থানার ডিউটি অফিসারের সরকারি নম্বর (০১৩২০১০৭৫০১) ফোন করে এক প্রতারক। এ সময় থানায় ডিউটিতে থাকা এসআই এস এম রবিউল আমিনের কাছে জানতে চায় সে ঠিকমতো সেবা দিচ্ছে তো। এরপর জিজ্ঞেস করে ডিউটিতে কোন কোন এসআই আছেন। পরিচয় দেয়ার পরে সেইসব এসআইয়ের নম্বর চান ওই প্রতারক। পরে দায়িত্বে থাকা ৪জন এএসআই ডিউটিতে ছিলেন। তাদের ইনচার্জ ছিলেন এসআই সোহেল। তার নম্বর দেয়া হয়। পরে প্রতারক আমি বিপদে আছি বলে এসআই সোহেলকে মোবাইল নম্বর (০১৭১৬৩৯৬০৯৪) ফোন দিয়ে দুই লাখ টাকা পাঠাতে বলেন। এতে সোহেলের সন্দেহ হলে তিনি তাকে নানা কথার জালে ফাঁসাতে থাকেন। এক পর্যায়ে প্রতারককে এসআই সোহেল বলেন, আমি এসপি স্যারের কণ্ঠ চিনি। আপনি কোথায় আছেন বলেন, এতে প্রতারক এসআই সোহেলের ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করে ফোন রেখে দেয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই প্রতারক এসপি স্যারের ফোন নম্বর ক্লোন করে প্রথমে ডিউটি অফিসারকে ফোন করে ধমকায়। পরে এসআই সোহেলের মোবাইল ফোনে কল দিয়ে ২ লাখ টাকা দাবি করেন। আমি সবকিছু জানার পর সেই নম্বরটি এবং কথোপকথন শুনে সে যে একজন প্রতারক তা নিশ্চিত হই। পরে এসপি স্যারের সঙ্গে কথা বলে থানায় সাধারণ ডায়েরি করা হয়। প্রতারককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড ;