ডিজিটাল বাংলাদেশ সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ, বিদেশি নয় : সজীব ওয়াজেদ জয়
পোস্টকার্ড ডেস্ক ।।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিদেশি পরিকল্পনায় নয়, সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে হয়েছে। তিািন বলেন, আমরা যখন ক্ষমতায় আসলাম, তখন টু-জি ছিল, এখন আমরা ফাইভ-জিতে চলে এসেছি। বিটিভি
রোববার বেলা ১২টার দিকে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ক্যাশলেস সোসাইটির 'ডিজিটাল পেমেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে তিনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বিনিময়’ এর উদ্বোধন করেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে ক্ষমতায় গেলে ৩ থেকে ৪ বছরের মধ্যে দেশের শতভাগ মানুষকে ব্যাংক অ্যাকাউন্টের আওতায় আনা হবে। বিদেশিরা ভেবেছিল, তথ্যপ্রযুক্তি খাতে আমাদের সমস্যা ও সমাধান বলে দেবে তারা; কিন্তু তারা বলার আগেই আমরা আমাদের যাত্রা শুরু করেছি।
তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের উন্নয়নে ব্যবসায়ীদের দেয়া সরকারের সুবিধাগুলোর সুফল পাচ্ছে দেশের অর্থনীতি ৷ কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যুবকদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। রফতানি উন্নয়ন তহবিল তৈরি করা হয়েছে। করোনা মোকাবিলায় পোশাক শিল্পে আর্থিক প্রণোদনা দিয়েছে সরকার।
তিনি বলেন, আমরা যখন ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন প্রকাশ করি, তখন ডিজিটাল বলতে কিছুই ছিল না। বিশ্বের কোথাও ডিজিটাল দেশ গড়ার কোনো ফ্রেমওয়ার্ক ছিল না। আইএমইফ, ওয়ার্ল্ড ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আমাদের ডিজিটাল দেশ গড়ে দেওয়ার আশ্বাস দিত। তাদের স্বপ্ন ছিল আমাদের দেশে তাদের নিজস্ব কনসালটেন্ট আসবে, একটা প্রজেক্ট করতে ৫ থেকে ৬ বছর সময় লাগাবে এবং নিজেদের মতো কাজ করবো। আমি বলেছি, দরকার নাই। ডিজিটাল বাংলাদেশ আমরা নিজেরাই করবো।
প্রথমবারের মতো ‘মেড ইন বাংলাদেশ উইক’ নামে মেগা এ আয়োজন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এ সময়ে ঢাকা অ্যাপারেল এক্সপো, শীর্ষ সম্মেলন, বাংলাদেশ ডেনিম এক্সপো, মেড ইন বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, তৈরি পোশাক খাতের কর্মীদের জন্য মাস্টারকার্ড ওয়ালেট চালুকরণ, গ্রিন ফ্যাক্টরি ভ্রমণ এবং ফ্যাক্টরি, ফ্যাশন ও হেরিটেজ এক্সিবিশন করা হবে।
খালেদ / পোস্টকার্ড ;