Dhaka ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে সীতাকুণ্ডে মহিলার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে সীতাকুণ্ডে মহিলার মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অচেনা এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছোটদারোগারহাট এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোটদারোগারহাট এলাকায় আপ রেললাইনের পাশে অজ্ঞাত পরিচয় ৫০ বছরের মহিলা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে কেটে ঘটনাস্থলেই নিহত হন।

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ ছিদ্দিক জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।

তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে দেখা গেছে কোনো প্রকার পরিচিতি বা পরিচয়পত্র পাওয়া যায়নি। নিহতের পরিবার ও আত্মীয়-স্বজন শনাক্ত করার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, ট্রেন চলাচলের জন্য রেললাইনের পাশের পথটি প্রতিদিনেই ব্যবহার হয়। সেখান দিয়ে মানুষ যাতায়াত করলেও নিরাপত্তা ব্যবস্থা নেই। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ আরো সতর্কতা অবলম্বন করবে।

রেলওয়ে পুলিশও জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রেন চালকসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয় বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

ট্রেনে কাটা পড়ে সীতাকুণ্ডে মহিলার মৃত্যু

আপডেটের সময় : ০২:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অচেনা এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছোটদারোগারহাট এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোটদারোগারহাট এলাকায় আপ রেললাইনের পাশে অজ্ঞাত পরিচয় ৫০ বছরের মহিলা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে কেটে ঘটনাস্থলেই নিহত হন।

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ ছিদ্দিক জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।

তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে দেখা গেছে কোনো প্রকার পরিচিতি বা পরিচয়পত্র পাওয়া যায়নি। নিহতের পরিবার ও আত্মীয়-স্বজন শনাক্ত করার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, ট্রেন চলাচলের জন্য রেললাইনের পাশের পথটি প্রতিদিনেই ব্যবহার হয়। সেখান দিয়ে মানুষ যাতায়াত করলেও নিরাপত্তা ব্যবস্থা নেই। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ আরো সতর্কতা অবলম্বন করবে।

রেলওয়ে পুলিশও জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রেন চালকসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয় বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন