Dhaka ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঝগড়া থামাতে গিয়ে সীতাকুণ্ডে চোখ হারালেন বৃদ্ধ

ঝগড়া থামাতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে জগৎ হরি দাশ (৬০) নামে এক বৃদ্ধ তার একটি চোখ হারিয়েছেন।

রোববার (৩ আগষ্ট) সকাল ১০টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের সোনারগাঁও পেট্রোল পাম্পের পশ্চিমে জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। মারাত্মকভাবে আহত জগৎ হরি দাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ২০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে পাড়ার হিরালাল জলদাস এবং খোকন জলদাস দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন পারিবারিক বিরোধের জেরে রোববার সকালে ঝগড়া সৃষ্টি হয়। এসময় জেলে পাড়ার মৃত তরুণ হরিদাশের ছেলে জগৎ হরি দাশ দুই ভাইয়ের ঝগড়া থামাতে গেলে মাঝে পড়ে চোখে মারাত্মক জখম হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসকরা জানিয়েছেন তার ডান চোখে মারাত্মক জখমের কারণে চোখ হারাতে হতে পারে।

চোখ হারানো বৃদ্ধ জগৎ হরি দাশের ছোট ভাই প্রেমলাল বলেন, দুই ভাইয়ের পারিবারিক ঝগড়া থামাতে গেলে তাদের দায়ের কোপে ডান চোখ হারান আমার ভাই।

জেলেপাড়ার সর্দার দিলিপ দাশ বলেন, আমার গ্রামে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাঁটি থামাতে যায় বৃদ্ধ জগৎ হরি দাশ। এসময় দুই ভাইয়ের মারপিটের মাঝে পড়ে চোখ হারান তিনি। এ ঘটনার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান স্বজনরা।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

মোটরসাইকেলের ধাক্কায় সীতাকুণ্ডে মারা গেলেন শিক্ষক

ঝগড়া থামাতে গিয়ে সীতাকুণ্ডে চোখ হারালেন বৃদ্ধ

আপডেটের সময় : ০২:৩৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

ঝগড়া থামাতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে জগৎ হরি দাশ (৬০) নামে এক বৃদ্ধ তার একটি চোখ হারিয়েছেন।

রোববার (৩ আগষ্ট) সকাল ১০টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের সোনারগাঁও পেট্রোল পাম্পের পশ্চিমে জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। মারাত্মকভাবে আহত জগৎ হরি দাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ২০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে পাড়ার হিরালাল জলদাস এবং খোকন জলদাস দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন পারিবারিক বিরোধের জেরে রোববার সকালে ঝগড়া সৃষ্টি হয়। এসময় জেলে পাড়ার মৃত তরুণ হরিদাশের ছেলে জগৎ হরি দাশ দুই ভাইয়ের ঝগড়া থামাতে গেলে মাঝে পড়ে চোখে মারাত্মক জখম হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসকরা জানিয়েছেন তার ডান চোখে মারাত্মক জখমের কারণে চোখ হারাতে হতে পারে।

চোখ হারানো বৃদ্ধ জগৎ হরি দাশের ছোট ভাই প্রেমলাল বলেন, দুই ভাইয়ের পারিবারিক ঝগড়া থামাতে গেলে তাদের দায়ের কোপে ডান চোখ হারান আমার ভাই।

জেলেপাড়ার সর্দার দিলিপ দাশ বলেন, আমার গ্রামে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাঁটি থামাতে যায় বৃদ্ধ জগৎ হরি দাশ। এসময় দুই ভাইয়ের মারপিটের মাঝে পড়ে চোখ হারান তিনি। এ ঘটনার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান স্বজনরা।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন