Dhaka ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম ৪ থেকে কাট্টলী ও পাহাড়তলীকে বিচ্ছিন্ন করে চট্টগ্রাম ১০ আসনে অন্তর্ভূক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

চট্টগ্রাম ৪ আসন (সীতাকুণ্ড) থেকে ১০ নং উত্তর কাট্টলী এবং ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম ১০ আসন (পাহাড়তলী-খুলশী-হালিশহর) এ অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ভোটার ও বাসিন্দারা।

২১ আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করেন, এই দুটি ওয়ার্ডের জনগণ ‘দ্বৈত শাসনে’ আছেন। ওয়ার্ড দুটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে হলেও, বর্তমানে তা সীতাকুণ্ড উপজেলার সাথে যুক্ত। ২০০৮ সাল পর্যন্ত এই ওয়ার্ডগুলো চট্টগ্রাম ৮ আসনের (ডবলমুরিং-পাহাড়তলী-পতেঙ্গা) অংশ ছিল, যেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক বানিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর মতো নেতারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগের সুবিধার্থে ওয়ার্ড দুটিকে সীতাকুণ্ডের সঙ্গে যুক্ত করা হয়।

May be an image of ‎16 people, temple and ‎text that says "‎ا OH জেলা প্রশাসকের কাযালয়, চত্ত গ্রাম উত্তর পাহাড়তলী ខ ১০ নং নং উত্তর কাটটলী ওয়ার্ড কে ម្ញើអ្នុត ফাाট কররেশনা আওতাধীন সহসদীয় আসিন চাपরন 08 (সতাকুগ) থেকে কর্তন করে পূর্বের সংসদীয় আসনা মানববন্ধন আসনাততন চত্ক ১২ এর সাথে সম্পৃক্ত করার দাবিতে এলাকাবাসীর এলাকা স্থানঃ কার্ট হিল চত্বর, জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ। ক্রানান্লী 3 ১০ নং উত্তর কাটলী ওয়ার্ড এর সর্বন্তরের জনসাধারণ।‎"‎‎

এলাকাবাসীর দাবি, গত ১৫ বছরে এই দুটি ওয়ার্ডে তেমন কোনো উন্নয়ন হয়নি। সীতাকুণ্ড উপজেলা গ্রামীণ এলাকা হলেও, এই দুটি ওয়ার্ড সিটি কর্পোরেশনের অংশ। ফলে উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এখানকার মানুষ অনেক পিছিয়ে আছে। তারা নিজেদেরকে ‘ছিটমহলের অধিবাসী’ বলে অভিহিত করেন।

এলাকাবাসী জোর দাবি জানায়, উত্তর কাট্টলী ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড দুটিকে চট্টগ্রাম ১০ আসনের সাথে অন্তর্ভুক্ত করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির আহ্বায়ক হাসেম আলী মিয়া, আল আমিন হাসপাতালের পরিচালক ডাঃ শাহাদাত হোসেন, সমন্বয় কমিটির সদস্য সচিব সাহেদ আকবর, এডভোকেট এ এইচ এম জাহেদ হোসেন, রেজাউল করিম, মোঃ মোরশেদ চৌধুরী, এড. ওমর ফারুক, মোঃ পারভেজ, দোলন দেব, শুভ্রত দে, গোতম সেন, আবু সায়েদ চৌধুরী বাপ্পা, লোকমান হোসেন, মনির উল্লাহ, মোশারফ হোসেন, রাশেদুল করিম, মোঃ তুহিন, নওশাদ আলী, আশরাফ উদ্দীন, ও রকি ও প্রমুখ ।

খালেদ / পোস্টকার্ড ; 

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

চট্টগ্রাম ৪ থেকে কাট্টলী ও পাহাড়তলীকে বিচ্ছিন্ন করে চট্টগ্রাম ১০ আসনে অন্তর্ভূক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আপডেটের সময় : ১০:৪৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম ৪ আসন (সীতাকুণ্ড) থেকে ১০ নং উত্তর কাট্টলী এবং ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম ১০ আসন (পাহাড়তলী-খুলশী-হালিশহর) এ অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ভোটার ও বাসিন্দারা।

২১ আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করেন, এই দুটি ওয়ার্ডের জনগণ ‘দ্বৈত শাসনে’ আছেন। ওয়ার্ড দুটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে হলেও, বর্তমানে তা সীতাকুণ্ড উপজেলার সাথে যুক্ত। ২০০৮ সাল পর্যন্ত এই ওয়ার্ডগুলো চট্টগ্রাম ৮ আসনের (ডবলমুরিং-পাহাড়তলী-পতেঙ্গা) অংশ ছিল, যেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক বানিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর মতো নেতারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগের সুবিধার্থে ওয়ার্ড দুটিকে সীতাকুণ্ডের সঙ্গে যুক্ত করা হয়।

May be an image of ‎16 people, temple and ‎text that says "‎ا OH জেলা প্রশাসকের কাযালয়, চত্ত গ্রাম উত্তর পাহাড়তলী ខ ১০ নং নং উত্তর কাটটলী ওয়ার্ড কে ម្ញើអ្នុត ফাाট কররেশনা আওতাধীন সহসদীয় আসিন চাपরন 08 (সতাকুগ) থেকে কর্তন করে পূর্বের সংসদীয় আসনা মানববন্ধন আসনাততন চত্ক ১২ এর সাথে সম্পৃক্ত করার দাবিতে এলাকাবাসীর এলাকা স্থানঃ কার্ট হিল চত্বর, জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ। ক্রানান্লী 3 ১০ নং উত্তর কাটলী ওয়ার্ড এর সর্বন্তরের জনসাধারণ।‎"‎‎

এলাকাবাসীর দাবি, গত ১৫ বছরে এই দুটি ওয়ার্ডে তেমন কোনো উন্নয়ন হয়নি। সীতাকুণ্ড উপজেলা গ্রামীণ এলাকা হলেও, এই দুটি ওয়ার্ড সিটি কর্পোরেশনের অংশ। ফলে উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এখানকার মানুষ অনেক পিছিয়ে আছে। তারা নিজেদেরকে ‘ছিটমহলের অধিবাসী’ বলে অভিহিত করেন।

এলাকাবাসী জোর দাবি জানায়, উত্তর কাট্টলী ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড দুটিকে চট্টগ্রাম ১০ আসনের সাথে অন্তর্ভুক্ত করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির আহ্বায়ক হাসেম আলী মিয়া, আল আমিন হাসপাতালের পরিচালক ডাঃ শাহাদাত হোসেন, সমন্বয় কমিটির সদস্য সচিব সাহেদ আকবর, এডভোকেট এ এইচ এম জাহেদ হোসেন, রেজাউল করিম, মোঃ মোরশেদ চৌধুরী, এড. ওমর ফারুক, মোঃ পারভেজ, দোলন দেব, শুভ্রত দে, গোতম সেন, আবু সায়েদ চৌধুরী বাপ্পা, লোকমান হোসেন, মনির উল্লাহ, মোশারফ হোসেন, রাশেদুল করিম, মোঃ তুহিন, নওশাদ আলী, আশরাফ উদ্দীন, ও রকি ও প্রমুখ ।

খালেদ / পোস্টকার্ড ; 

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন